এসে গেল ভিভো-র নয়া ৫জি ফোন, দাম কত জানেন?

কলকাতা: ভারতের বাজারে লঞ্চ হল ভিভো টি৩ প্রো ৫জি ফোন (Vivo T3 Pro 5G)৷ এই ফোনে রয়েছে ৬.৭৭ ইঞ্চির থ্রিডি কার্ভড AMOLED স্ক্রিন৷ কোয়ালকমের স্ন্যাপড্রাগন…

vivo3

কলকাতা: ভারতের বাজারে লঞ্চ হল ভিভো টি৩ প্রো ৫জি ফোন (Vivo T3 Pro 5G)৷ এই ফোনে রয়েছে ৬.৭৭ ইঞ্চির থ্রিডি কার্ভড AMOLED স্ক্রিন৷ কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট-এর সঙ্গে পেয়ে যাবেন ১২ জিবি র‍্যাম৷ এর অন্যতম আরর্ষণ হল ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট৷ যেখানে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর৷ ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর৷ এছাড়াও ভিভো টি৩ ফোনে পেয়ে যাবেন ৫৫০০ এমএএইচ ব্যাটারি পাওয়ার৷

এখন জানা যাক এই ফোনের দাম কত? কোথা থেকেই বা কেনা যাবে?

ভিভো টি৩-র ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৪,৯৯৯ টাকা। ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম পড়বে ২৬,৯৯৯ টাকা।

 

তবে এখনই মিলবে না এই ফোন৷ আগামী ৩ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ভারতের বাজারে শুরু হবে ভিভো টি৩ প্রো ৫জি ফোনের বিক্রি৷ ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই ফোন অর্ডার করতে পারবেন। এমারেল্ড গ্রিন এবং স্যান্ডস্টোন অরেঞ্জ- দুটি আকর্শণীয় রঙে লঞ্চ করেছে ভিভো টি৩ প্রো ৫জি ফোন৷ স্যান্ডস্টোন অরেঞ্জ রঙের ফোনের ব্যাক প্যানেলে রয়েছে ভেগান লেদার ফিনিশ৷