কলকাতা: আরজি কর-কাণ্ডে উত্তাল গোটা দেশ৷ পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে লাগাতার আন্দোলন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা৷ এরই মধ্যে উঠে এসেছে আর্থিক দুর্নীতির অভিযোগ৷ কাঠগড়অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি কলকাতা হাইকোর্টের। আর্থিক দুর্নীতির অভিযোগে সরকারি নিষ্ক্রিয়তা এবং ইডি তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন হাসপাতালেরই এক প্রাক্তন পদাধিকারী। বুধবার বিষয়টিতে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন । প্রধান বিচারপতি সেই অনুরোধে সাড়া দিয়েছেন।
আর্থিক দুর্নীতির অভিযোগ, সন্দীপের বিরুদ্ধে ইডি-তদন্তের দাবি, মামলার অনুমতি হাই কোর্টের
কলকাতা: আরজি কর-কাণ্ডে উত্তাল গোটা দেশ৷ পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে লাগাতার আন্দোলন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা৷ এরই মধ্যে উঠে এসেছে আর্থিক দুর্নীতির অভিযোগ৷…