দিল্লি: ডিম্যাট অ্যাকাউন্টে আপনার অজান্তেই লেনদেন! সেক্ষেত্রে কী করবেন আপনি?
আপনার যদি মনে হয় আপনার ডিম্যাট অ্যাকাউন্ট অন্য কেউ অনৈতিকভাবে পরিচালনা করছে বা সেখানে কোনও অযাচিত লেনদেন হচ্ছে, তবে আপনি ফ্রিজ করাতে পারেন ডিম্যাট অ্যাকাউন্ট।
আবার অনেকক্ষেত্রে আপনার ডিপোজিটরি পার্টিসিপেন্টের কাছে যথাযথ KYC জমা না করালেও নিজে থেকেই সেই সংস্থা আপনার ডিম্যাট অ্যাকাউন্ট ফ্রিজ করাতে পারে। তবে একবার ফ্রিজ করলে তা যে আর ফেরত পাওয়া যাবে না, এমন নয়। ফ্রিজ করা অ্যাকাউন্ট নির্দিষ্ট নিয়ম মেনে আবার পুনরুদ্ধার করা যায়।
কিন্তু হ্যাঁ, আপনার অ্যাকাউন্ট ফ্রিজ থাকার সময় আপনি কোনওভাবেই ট্রেডিং করতে পারবেন না, কোনও লেনদেন করাতে পারবেন না। এই ফ্রিজিং বা আনফ্রিজিংয়ের ক্ষেত্রে কিছু চার্জ দাবি করে ডিপোজিটরি পার্টিসিপেন্ট যা একেক ক্ষেত্রে একেক রকম হয়ে থাকে।
আর বাংলায় এই প্রথম শেয়ার মার্কেটে রিস্ক ম্যানজমেন্ট এবং শেয়ার মার্কেট সাইকোলজি শিখতে হলে ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে।