পঞ্জাব : মাদক সেবনের অভিযোগে পঞ্জাবের জেলবন্দি সাংসদ অমৃতপালের ভাইকেও গ্রেফতার করল পুলিশ।
জেলবন্দি সাংসদ অমৃতপাল সিংহের ভাই হরপ্রীত সিংহকে মাদক মামলায় গ্রেফতারের পর তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। অভিযোগ, সাংসদের ভাই মাদক বহন করছিলেন। তাঁর ডোপ পরীক্ষার রিপোর্টও ইতিবাচক এসেছে বলে অভিযোগ।
সঙ্গে লাভপ্রীত সিংহ নামের আরও এক জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা একসঙ্গেই ছিলেন। পুলিশ জানিয়েছে, এই দু’জনের কাছ থেকে চার গ্রাম নিষিদ্ধ মাদক (আইস ড্রাগ) পাওয়া গিয়েছে। এ ছাড়াও এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। সন্দীপ অরোরা নামের ওই যুবক মাদকের জোগানদার বলে অভিযোগ। এসএসপি অঙ্কুর গুপ্ত জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে।
যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অমৃতপালের বাবা তারসেম সিংহ। তাঁর অভিযোগ, ষড়যন্ত্র করে তাঁর পুত্রকে ফাঁসানো হয়েছে। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।