দিল্লি: জানেন, কোন স্টকে বিপুল লাভ পেয়েছেন রাহুল গান্ধী?
লোকসভার বিরোধী দল নেতা রাহুল গাঁধীও শেয়ার বাজারে বিনিয়োগ করেন। তার পোর্টফোলিওতে অনেক কোম্পানির স্টক রয়েছে। সম্প্রতি, তার পোর্টফোলিওর একটি শেয়ার ভার্টোজ অ্যাডভারটাইজিং ভালো পারফর্ম করেছে। কোম্পানির শেয়ারের দর পাঁচ শতাংশ বেড়ে আপার সার্কিট হিট করেছে। কংগ্রেস নেতা বিপুল লাভ পান এই স্টক থেকে।
আপনিও কী এরকম প্রফিটের মুখ দেখতে চান? তাহলে স্টক মার্কেটে বিনিয়োগ করুন। তবে তার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।
এরকম গুরুত্বপূর্ণ সব খবর পেতে ফলো করুন আমাদের পেজ আজ বিকেল। আর বাংলায় এই প্রথম শেয়ার মার্কেটে রিস্ক ম্যানজমেন্ট এবং শেয়ার মার্কেট সাইকোলজি শিখতে হলে ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে।