দিল্লি: কিমের শাসনে উঃ কোরিয়ায় তিষ্ঠানো দায়।
হ্যাঁ, কর্তব্যে গাফিলতির অভিযোগ। আর তার জেরেই কিম জং উনের নির্দেশে উত্তর কোরিয়ায় প্রায় ৩০ জন সরকারি কর্মীকে হত্যা করা হল। এমনটাই রিপোর্ট প্রকাশিত হয়েছে প্রতিবেশী রাষ্ট্র দক্ষিণ কোরিয়ার কয়েকটি সংবাদমাধ্যমে। তাতে বলা হয়েছে, সরকারি কাজে গাফিলতির অভিযোগেই কিম ওই নির্দেশ দিয়েছিলেন।
সম্প্রতি উত্তর কোরিয়ায় বন্যা হয়েছে। ভূমিধস, ভারী বৃষ্টি, বন্যায় প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। ঘরছাড়া অজস্র। ওই রিপোর্টেই আরও দাবি, কিমের মতে যাঁরা চেষ্টা করলে ক্ষয়ক্ষতি রুখতে পারতেন, তেমন বেশ কয়েক জন সরকারি আধিকারিককে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন তিনি। যদিও এই খবরটির সত্যতা যাচাই করেনি আজ বিকেল।