ভারী বৃষ্টির হাত থেকে আপাতত নিষ্কৃতি! তবুও সাত জেলায় রইল হলুদ সতর্কতা

কলকাতা: একটানা বৃষ্টির পর বুধবারই দেখা গিয়েছিল রোদের মুখ৷ বৃহস্পতিবারও পরিষ্কার আকাশ৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ সারাদিন দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই৷ তবে…

কলকাতা: একটানা বৃষ্টির পর বুধবারই দেখা গিয়েছিল রোদের মুখ৷ বৃহস্পতিবারও পরিষ্কার আকাশ৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ সারাদিন দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই৷ তবে রাতের দিকে বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে সাতটি জেলায়৷

কলকাতার পাশাপাশি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম এবং দুই বর্ধমানে৷ হলুদ সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে৷