কলকাতা: বাংলার আকাশে দুর্যোগের মেঘ। ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের ৯টি জেলা। মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং-সহ উত্তরের পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। রবিবারের পর থেকে অবশ্য কমবে বৃষ্টির পরিমাণ।
আজ, শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে ভারী বৃষ্টির সম্ভানা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে। রবি ও সোমবার প্রায় সব জেলাতেই আকাশ মেঘলা থাকবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায়। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি হলেও তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।