কলকাতা: এখনই থামছে না বৃষ্টি৷ সোমেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও রয়েছে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি নিম্নচাপ অঞ্চল, ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবেই বাংলার আকাশে দুর্যোগ ঘনিয়েছে। উত্তাল হয়ে উঠেছে সমুদ্রও।
রবিবার সকালে জেলায় জেলায় ভারী বৃষ্টি হয়েছে৷ বৃষ্টি হয়েছে কলকাতাতেও৷ সোমবারও বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। সোমবার মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কলকাতায়৷ দু’-একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
মঙ্গলবারে থেকে বৃষ্টি কমবে কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায়৷ এদিন বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিমের অন্যান্য জেলাগুলিতে৷