কলকাতা: এক রাতের মেঘভাঙা বৃষ্টিতে শহর কলকাতার স্বাভাবিক জীবন থমকে বিপর্যস্ত। শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। পুজোর ঠিক আগেই এই দুর্যোগে উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে৷ এরই মধ্যে ফের অশনি সংকেত৷ বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নতুন এক নিম্নচাপ৷
কোন কোন জেলায় বৃষ্টি
আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী, বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। এর প্রভাবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি শুরু হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় শুক্রবার থেকে বৃষ্টির মাত্রা আরও বাড়বে। বিশেষ করে পঞ্চমীর দিনে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টি অব্যাহত থাকতে পারে, ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।
উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন New Low Pressure Threatens Bengal
উত্তরবঙ্গে আপাতত বড় ধরনের বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার সতর্কতা জারি করা হয়েছে কোচবিহারে। শনিবার থেকে উত্তরবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টি হতে পারে, তবে ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত বড় ধরনের ঝড়ের আশঙ্কা নেই।
তৈরি ঘূর্ণাবর্ত
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মায়ানমার উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ গঠিত হতে পারে, যা শনিবার দক্ষিণ ওড়িশার উপকূল অতিক্রম করে স্থলভাগে ঢুকতে পারে। অষ্টমীর সময় বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। ফলে নবমী থেকে ফের ঝড়বৃষ্টি তীব্র হতে পারে।
শহরের গায়ে রোদের পরশ
তবে বৃহস্পতিবার সকাল থেকে কলকাতায় রোদ দেখা দিয়েছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি। পুজোর ঠিক আগেই এই আবহাওয়া দাপট দক্ষিণবঙ্গকে কতটা কষ্ট দেবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
Weather: Heavy rain flooded Kolkata, killing 10 people, raising pre-Puja fears. A new low-pressure system is forming over the Bay of Bengal, threatening South Bengal with heavy storms from Thursday through Shasthi, disrupting Durga Puja festivities.










