নিম্নচাপের জেরে বুধেও বৃষ্টি, হলুদ সতর্কতা কোন কোন জেলায়?

কলকাতা: অনেক দিন পর সকালে দেখা মিলল রোদের৷ রোদ ঝলমলে পরিষ্কার আকাশ৷ তবে এমনটাই কাটবে না গোটা দিন৷ বেলা বাড়লেই কলকাতা-সহ বাংলার একাধিক জেলায় বৃষ্টি…

rain car

কলকাতা: অনেক দিন পর সকালে দেখা মিলল রোদের৷ রোদ ঝলমলে পরিষ্কার আকাশ৷ তবে এমনটাই কাটবে না গোটা দিন৷ বেলা বাড়লেই কলকাতা-সহ বাংলার একাধিক জেলায় বৃষ্টি নামবে ঝমঝমিয়ে৷ তেমনটাই জানাচ্ছে হাওয়া অফিস৷

উত্তর-পশ্চিম ঝাড়খণ্ডে তৈরি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যার জেরেই নতুন করে ভারী বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গে৷ ২৮ ও ২৯ অগাস্ট নিম্নচাপের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায়। সেই সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া৷ উত্তাল থাকবে সমুদ্রও।

 

বৃষ্টি হবে উত্তরবঙ্গেও৷ আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷ কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং জেলায়।