কলকাতা: লম্বা স্পেল খেলছে বর্ষা৷ বিরতি নেওয়ার নাম নেই৷ রবিবার রাতভর বৃষ্টি হয়েছে শহরে৷ ভেসেছে সংলগ্ন এলাকা। সপ্তাহের শুরুতেও মুখ ভার আকাশের। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, নিম্নচাপের জেরে আজ, সোমবারও ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়৷ বাংলাদেশের উপরে তৈরি নিম্নচাপের জেরে দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপের জেরে গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গজুড়ে৷ হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের ঝাপটায় আজও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে৷ সবচেয়ে বেশি বৃষ্টি হবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে৷
এই মুহূর্তে বাংলাদেশের উপর নিম্নচাপের অবস্থান। আগামী ২ দিনে দক্ষিণবঙ্গ হয়ে ঝাড়খণ্ডের দিকে সরবে এই নিম্নচাপ। এর পর থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণও কমবে৷