প্রবল বৃষ্টিতে ভিজছে কলকাতা, দুই ঘূর্ণাবর্তে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ

কলকাতা: আবারও সক্রিয় বর্ষা দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, বঙ্গোপসাগর থেকে উঠে আসা দুটি ঘূর্ণাবর্তের মিলিত প্রভাবে নতুন করে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা…

South Bengal Rain Orange Alert

কলকাতা: আবারও সক্রিয় বর্ষা দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, বঙ্গোপসাগর থেকে উঠে আসা দুটি ঘূর্ণাবর্তের মিলিত প্রভাবে নতুন করে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। সকাল থেকেই ঘন মেঘে ঢেকে শহর, বজ্রপাতের সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া। উপকূলবর্তী জেলাগুলির জন্য ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণ বাংলাদেশ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ঘূর্ণাবর্ত

হাওয়া অফিস জানিয়েছে, একদিকে দক্ষিণ বাংলাদেশ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত, অন্যদিকে উত্তর ও দক্ষিণ ওড়িশার উপরেও ঘূর্ণাবর্ত ও অক্ষরেখা সক্রিয়। এই যুগল সিস্টেমের প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে।

কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে শুক্রবার থেকে বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকবে। এই সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আশঙ্কা। শনিবারও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে রবিবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমবে।

বুধবারের পর হাওয়া বদল South Bengal Rain Orange Alert

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী বুধবারের পর রাজ্যের দক্ষিণাংশ ধীরে ধীরে শুষ্ক হয়ে উঠবে। এই সময় থেকেই বাংলার কিছু অংশে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা নেই। হালকা বৃষ্টি হলেও তা হবে খুবই ছিটেফোঁটা আকারে। সামগ্রিকভাবে, আগামী সপ্তাহে রাজ্যজুড়ে বর্ষার বিদায়ের পথে প্রকৃতি।

 Weather: South Bengal faces renewed intense rain with thunderstorms and squally winds due to two active cyclonic circulations over the Bay of Bengal and Bangladesh, prompting an Orange Alert for coastal districts, though the Alipore Meteorological Department predicts a gradual monsoon retreat after Wednesday.