ভারতের সঙ্গে যোগাযোগ বাড়াতে ১০০ কোটির করিডর পাকিস্তানের

পাকিস্তান : এবার ভারতের সঙ্গে যোগাযোগ বাড়াতে নয়া করিডরের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করল পাকিস্তান সরকার৷ আগামী বছরের বাজেটে পৃথক ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছেন ইমরাম খান৷ জানা গিয়েছে, পাকিস্তানের কর্তারপুরের দরবার সাহিবের সঙ্গে পাঞ্জাবের গুরদাসপুরের ডেরা বাবা নানকের যোগযোগ ঘটাবে এই করিডর৷ এই করিডর দিয়ে ভিসা না নয়ে ভারতের শিখ পূণ্যার্থীরা যাতায়াত করতে

ভারতের সঙ্গে যোগাযোগ বাড়াতে ১০০ কোটির করিডর পাকিস্তানের

পাকিস্তান : এবার ভারতের সঙ্গে যোগাযোগ বাড়াতে নয়া করিডরের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করল পাকিস্তান সরকার৷ আগামী বছরের বাজেটে পৃথক ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছেন ইমরাম খান৷

জানা গিয়েছে, পাকিস্তানের কর্তারপুরের দরবার সাহিবের সঙ্গে পাঞ্জাবের গুরদাসপুরের ডেরা বাবা নানকের যোগযোগ ঘটাবে এই করিডর৷ এই করিডর দিয়ে ভিসা না নয়ে ভারতের শিখ পূণ্যার্থীরা যাতায়াত করতে পারবেন৷ পাক বাজেটের এই টাকা জমি অধিগ্রহণ ও পরিকাঠামো উন্নয়নে খরচ করা হবে বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 11 =