গাজা: গত ৭ অক্টোবর হামাস আক্রমণ করেছিল ইজরায়েলকে। তারপর থেকে গাজায় লাগাতার হামলা করা যে ইজরায়েল শুরু করেছে তা থামার কোনও লক্ষণ নেই। বরং প্যালেস্টাইন-ইজরায়েল যুদ্ধের আপাতত বয়স হয়েছে ৩৫ দিন! এই এক মাসের বেশি সময়ে মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে দুই প্রদেশ মিলিয়ে। শুধু তাই নয়, মৃতের সংখ্যা যে আরও বাড়বে তা বলাই বাহুল্য, কারণ ফের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে গাজায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নতুন করে উত্তর গাজার আল-শিফা হাসপাতালে আঘাত হেনেছে ইজরায়েলি ক্ষেপণাস্ত্র। এছাড়া অন্য এক শিশু হাসপাতালেও তারা হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। স্বশাসিত প্যালেস্টাইনি কর্তৃপক্ষের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, এমতাবস্থায় গাজার অন্তত ২০টি হাসপাতালে চিকিৎসা বন্ধ হয়ে গিয়েছে। পাশপাশি ওষুধ-সহ অত্যাবশকীয় চিকিৎসা সরঞ্জামের সরবরাহও কার্যত বন্ধ। এই পরিস্থিতিতে বহু রোগীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ সরাসরি যুদ্ধে তো বটেই, ইজরায়েলি হামলায় পরোক্ষভাবেও মানুষের মৃত্যু হচ্ছে।
ইতিমধ্যেই নিহত প্যালেস্টাইনি নাগরিকের সংখ্যা ১১ হাজার পেরিয়ে গিয়েছে। তার আগে হামাসের হামলা মারা গিয়েছেন কয়েক হাজার ইজরায়েলিও। সব মিলিয়ে পরিস্থিতি যে কোন জায়গায় দাঁড়িয়ে আছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এদিকে আবার আইডিএফ-এর সম্মুখসমরে লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লা। ইতিমধ্যেই তারা এক সেনা আধিকারিককে খুন করেছে বলে খবর। স্বভাবতই উত্তাপ ছড়িয়েছে ইজরায়েল-লেবানন সীমান্তে।