কিয়েভ: রাশিয়ার আক্রমণে জ্বলছে ইউক্রেন৷ রাজধানী কিয়েভ যেন বারুদের স্তূপ৷ একের পর এক শহরের উপর চলছে বোমা বর্ষণ৷ মিসাইল হানা৷ ইউক্রেনের উপর রাশিয়ার এই আগ্রাসনের রিপোর্ট দিতে গিয়ে চোখে জল চলে এল বিবিসি’র সাংবাদিক ক্লাইভ মাইরির৷
আরও পড়ুন- গোপনে একাধিক প্রেম, সন্তান, বিবাহ বিচ্ছেদ! রহস্যে মোড়া পুতিনের ব্যক্তিগত জীবন
গতকাল বিবিসি নিউজের জন্য ১০ টায় সেন্ট মাইকেলের গোল্ডেন-ডোমড মনেস্ট্রির সামনে থেকে লাইভ রিপোর্ট করছিলেন ক্লাইভ৷ চারিদিকে তখন সাইরেন বাজছে৷ তারই মাঝে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানের পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তুলে ধরছিলেন তিনি৷ কিন্তু কথা বলতে বলতেই ভিজল তাঁর চোখ৷ গালের উপর দিয়ে গড়িয়ে পড়ল চোখের জল৷
তিনি দর্শকদের জানান, এখানে ‘ভয়ঙ্ক যুদ্ধ’ হচ্ছে৷ একযোগে স্থল, জল ও আকাশপথে ইউক্রেনের উপর আক্রমণ হেনেছে রাশিয়া। একটা রক্তক্ষয়ী দিনের সাক্ষী থাকল গোটা দেশ৷ এরপর যখন বিবিসি নিউজের আন্তর্জাতিক সংবাদদাতা অরলা গুয়েরির সঙ্গে তিনি পরিচয় করিয়ে দেন, তখন তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে৷ এই সংবেদনশীল মুহূর্তে আবেগে ভাসে নোটিজেনরা৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই দৃশ্য৷ এক ব্যক্তি লেখেন, ‘অসাধারণ! ক্লাইভ মাইরি কিয়েভ থেকে ১০ এ @BBCNews উপস্থাপন করছেন৷ তাঁর গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে।’
অপর একজন লিখেছেন, ‘বাহ, ১০ টায় বিবিসি নিউজ উপস্থাপন করার সময় ক্লাইভ মাইরির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল।’ আমেরিকা এবং পশ্চিমী মিত্ররা বারবার এই আক্রমণ প্রতিহত করার চেষ্টা করেছে, কিন্তু কোনও নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে সেনা অভিযানের কথা ঘোষণা করে দেন পুতিন৷ রুশ প্রতিরক্ষা বিভাগের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার স্থল, জল ও আকাশ পথে ইউক্রেনের উপর মোট ২০৩টি হামলা চালানো হয়েছে। আঘাত হেনেছে ৮৩টি লক্ষ্যে৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই রাশিয়ার বৃহত্তম সেনা অভিযান। ইউক্রেনের সহকারি অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী জেরাশচেঙ্কোর দাবি, রাজধানী কিয়েভে সেনা সদরের পাশাপাশি অসমারিক বিমানবন্দর এবং ঘনবসতিপূর্ণ এলাকাতেও ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>