ওয়াশিংটন: টানা ৬ দিন ধরে চলছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ। লাগাতার বোমাবর্ষণ, গুলি, মিসাইল ছুঁড়েও এখনও সেইভাবে ইউক্রেন দখল করতে পারেনি পুতিন বাহিনী। কিন্তু হামলা চলছেই, এদিকে পাল্টা প্রতিরোধ গড়ছে ইউক্রেন সেনাবাহিনীও। আন্তর্জাতিক মহলে এমনিতেই বিরাট সমালোচিত হচ্ছে রাশিয়া, পাশাপাশি রয়েছে আমেরিকা সহ একাধিক দেশের হুঁশিয়ারি। কিন্তু কেউই সেইভাবে প্রত্যক্ষ আক্রমণে যায়নি রাশিয়ার বিরুদ্ধে। সম্মিলিতভাবে কিছু পদক্ষেপ নেওয়া হলেও চরম বিরোধিতা থেকে দুরেই রয়েছে দেশগুলি। এরই মাঝে এবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে খোঁচা দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন- ফের কোভিড গ্রাফে হেরফের দেশে, কমল অ্যাকটিভ কেস
পরের যুদ্ধ কোথায় হবে? ট্রাম্পের বক্তব্য, রাশিয়া যেভাবে ইউক্রেন আক্রমণ করেছে, ঠিক সেইভাবেই চিন আক্রমণ করবে তাইওয়ানকে। আর এবারেও মতো তখনও আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কিছুই করতে পারবেন না। ট্রাম্পের সতর্কবাণী, খুব শীঘ্রই তাইওয়ানে হামলা করতে চলেছে চিন। তিনি আরও দাবি করছেন, চিন ইতিমধ্যেই তাইওয়ান আক্রমণ করার সব পরিকল্পনা ঠিক করে নিয়েছে। রাশিয়া-ইউক্রেন পরিস্থিতিতে মজা নিয়ে তারা আমেরিকাকে বোকা ভেবেই এগোচ্ছে। খুব তাড়াতাড়ি চিনের সেনা তাইওয়ান দখলের জন্য নামবে বলেই মত তাঁর। উল্লেখ্য, তাইওয়ান নিজেদের স্বায়ত্বশাসিত রাষ্ট্র বলে ভাবলেও, চিন মনে করে যে তাইওয়ান তাদের অঙ্গ। তাইওয়ান প্রশাসনের দাবি তারা কোনও দিন মানেনি।
আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি আরও দাবি করেছেন যে, তিনি যদি এখন আমেরিকার প্রেসিডেন্ট থাকতেন তবে ইউক্রেনে হামলা করত না রাশিয়ান সেনা। পুতিনের সঙ্গে তাঁর সম্পর্কের কারণেই এমন সিদ্ধান্ত নিত না মস্কো বলেই মন্তব্য করেছেন ট্রাম্প। এক্ষেত্রে তিনি বাইডেনের জোর সমালোচনা করে বলেছেন, তাঁর ব্যর্থতার কারণেই আজ এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে বাইডেনের অবস্থান নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ জমেছে আমেরিকানদের মনে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতির সুবিধা নিতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প।
