তিনি বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি, তবুও নিজের নামে বাড়ি নেই এলন মাস্কের

তিনি বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি, তবুও নিজের নামে বাড়ি নেই এলন মাস্কের

ওয়াশিংটন: বিশ্বের সব থেকে ধনী এলন মাস্ক। কিন্তু বিশ্বের সব থেকে ধনী হওয়ার পরেও তাঁর নিজের বাড়ি নেই। তিনি বন্ধুর বাড়ির অতিরিক্ত ঘরে ঘুমান। মার্কিন মুলুকে একটি পত্রিকায় সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি এমন মন্তব্য করেছেন।

নিউ ইয়র্ক পোস্টে সাক্ষাৎকারে এলন মাস্ক বলেন, ‘আমার এখনও পর্যন্ত নিজের কোনও ঘর নেই। আমি বন্ধুর বাড়িতে থাকি।’ তিনি বলেন, ‘উপকূলবর্তী এলাকাগুলোতে মূলত টেসলা ইঞ্জিনিয়াররা থাকেন। যদি কখনও সেখানে আমি যাই, তখন কোনও বন্ধুর বাড়ির অতিরিক্ত ঘরে থাকি।’ পাশাপাশি মাস্ক বলেন, তিনি কোনও ছুটি নেন না। তাঁর কোনও প্রমোদতরী নেই বলেও মন্তব্য করেন। নিজের ব্যক্তিগত ও কর্মজীবন নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমি মোটেই ব্যক্তিগত জীবনে বেশি সময় দিই না। দুটো ভারসাম্য রেখে চলার চেষ্টা করি। তবে আমি বিমানে ভ্রমণ করতে বেশি পছন্দ করি। কারণ এতে কাজের জন্য অনেকটা সময় পাওয়া যায়।’

আগের বছর ট্যুইট করে এলন মাস্ক লিখেছিলেন, তাঁর বাড়ি ভাড়ার প্রয়োজনীয় টাকা আসে স্পেস এক্স থেকে। তাঁর বাড়ি ভাড়ার জন্য প্রয়োজন হয় ৫০ হাজার মার্কিন ডলার। এর সঙ্গে ট্যুইটারে তিনি লিখেছিলেন, তাঁর একটা বে হাউস রয়েছে। বর্তমানে এলন মাস্কের সম্পত্তির পরিমাণ ২৬৯.৫ বিলিয়ন মার্কিন ডলার। কয়েক সপ্তাহ আগেই তিনি ট্যুইটারের ৯.১ শতাংশ শেয়ার কিনে নেন। ট্যুইটারের তরফে তাঁকে সংস্থার ম্যানেজিং ডিরেক্টরের হিসেবে যোগ দেওয়ার আবেদন করা হয়। প্রথমে তিনি সেই আবেদনে ইতিবাচক সাড়া দেন। পরে তিনি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগ দিতে অস্বীকার করেন। তার বদলে ৪৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে তিনি ট্যুইটার কিনে নেওয়ার প্রস্তাব দেন।

বর্তমানে সব থেকে চর্চিত বিষয় এলন মাস্ক ও স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা। সম্প্রতি স্টারলিঙ্ক তাদের ইন্টারনেট পরিষেবা উন্নত করার লক্ষ্যে একাধিক স্যাটেলাইট পাঠিয়েছে। তবে ভারতে স্টারলিঙ্কের ইন্টারনেট পরিষেবা নিয়ে একাধিক বিতর্ক দেখা গিয়েছে। ভারতে স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা চালু করার পরিকল্পনা নিলেও বিভিন্ন বিতর্কের জেরে তা বাস্তবায়িত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =