নয়াদিল্লি: আজ ওয়ার্ল্ড আর্থ ডে৷ পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর ২২ এপ্রিল এই দিনটি ধরিত্রি দিবস হিসাবে পালন করা হয়৷ আর্থ ডে পালনে সামিল গুগলও৷ মোবাইল হোক বা কম্পিউটার, গুগল খুললেই ডুডলে ফুটে উঠছে তার ঝলক৷ গত কয়েক দশকে পৃথিবীর বুকে আবহাওয়ার যে পরিবর্তন ঘটেছে, তারই ছবি ফুটে উঠেছে গুগলের ডুডলে৷
আরও পড়ুন- শাহবাজ মন্ত্রিসভায় গুরু দায়িত্বে পাঁচ নারী, জেনে নিন তাঁদের পরিচয়
আজ পৃথিবীর নির্দিষ্ট চারটি জায়গার স্যাটেলাইট ছবি তুলে ধরা হয়েছে গুগল ডুডলে৷ যেখানে দেখানো হয়েছে গত কয়েক দশকে কী ভাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পেয়েছে৷ কী ভাবে গলে যাচ্ছে বরফ৷ এই চারটি ছবির মধ্যে প্রথমেই দেখানো হয়েছে তানজানিয়ার মাউন্ট কিলিমানজারোর চূড়ায় হিমবাহ রিট্রিটের বাস্তব ছবি৷ ব্যবহৃত ছবিতে ১৯৮৬ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রতি বছরের ডিসেম্বর মাসের ছবি৷ এই ক’বছরে কী পরিমাণে পাহাড় চূড়ার বরফ গলে গিয়েছে, সেই ছবি স্পষ্ট৷
ডুডলের দ্বিতীয় ছবিটি হল গ্রিনল্যান্ডের। সেরমেরসুক হিমবাহের বরফ কী ভাবে মারাত্মক পরিমাণে গলে যাচ্ছে, সেই ছবিটিই এখানে ধরা পড়েছে৷ তৃতীয় ছবিতে রয়েছে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ের রিফের। জলবায়ু পরিবর্তনের ফলে কীভাবে এই প্রবাল স্তর ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ছবিগুলি তার স্পষ্ট প্রমাণ৷
চতুর্থ ছবিটি জার্মানির এলেন্ডের হার্জ বনের। উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে ১৯৯৫ সাল থেকে ২০২০ সালের মধ্যে এই অরণ্যের আয়তন হু হু করে কমেছে। তাপমাত্রা বৃদ্ধির কারণে বিভিন্ন পোকার উপদ্রব বেড়ে গিয়েছে৷ তার জেরেই হ্রাস পেয়েছে অরণ্যের আয়তন৷
১৯৭০ সালের ২২ এপ্রিল প্রথম আর্থ ডে বা ধরিত্রী দিবস পালিত হয়। আর্থ ডে’র প্রচলন করেন মার্কিন সেনেটর গেলর্ড নেলসন৷ এর পর থেকে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে বিভিন্ন শহরে বহু ক্যাম্প হয়েছে৷ পরিবেশ ও প্রকৃতি রক্ষার লড়াই চলছে প্রতি মুহূর্তে৷ এর পরেও গাছ কাটা হচ্ছে৷ জলের অপচয় করা হচ্ছে৷ এভাবে চলতে থাকলে যে আমাদের ভবিষ্যৎ যে নিরাপদ নয়, তা পরিষ্কার৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>