রোলারকোস্টারে যান্ত্রিক ত্রুটি, ২৩৭ ফুট উচ্চতায় ঝুলে রইলেন যাত্রীরা

রোলারকোস্টারে যান্ত্রিক ত্রুটি, ২৩৭ ফুট উচ্চতায় ঝুলে রইলেন যাত্রীরা

যুক্তরাজ্যের  ব্ল্যাকপুল প্লেজার বিচের জয়রাইড রোলার কোস্টারের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণপিপাসু পর্যটকদের কাছে ওই বিচে আসার অন্যতম কারণ হল এই জয়রাইড। ১৯৯৪ সালে নির্মিত এই রোলার কোস্টারটি এখন অবধি পৃথিবীর বৃহত্তর এবং গভীর রোলার কোস্টার হিসেবে পরিচিত। কিন্তু এই বিশ্বখ্যাত রোলার কোস্টারর যাত্রীরাই সম্প্রতি এক দুঃস্বপ্নের মত দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। জানা যাচ্ছে রবিবার বিকেলে হঠাৎই এই জয় রাইডে কিছু যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। আর তাতেই সেটি মাঝপথে থেমে যায়। এর জেরে  ওই জয়রাইডে থাকা যাত্রীরা  মাটি থেকে প্রায় ২৩৫ ফিট উচ্চতায় আটকে পড়ে বলে খবর। এই ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে সমগ্র যুক্তরাজ্য জুড়ে। মাটি থেকে এত উঁচুতে, কোনও ব্যক্তি যদি এমন ভাবে আটকে পড়ে তাহলে তার ঠিক কি অবস্থা হতে পারে সেটা ভেবেই রীতিমতো আঁতকে উঠছে বিশ্ববাসী।

জানা যাচ্ছে, রবিবার ছুটির আমেজে অন্যদিনের তুলনায় স্বাভাবিকভাবেই বেশি ভিড় হয়েছিল ওই বিচে। যেহেতু ওই বিচের মূল আকর্ষণ হল সেখানকার এই জয়রাইডটি তাই স্বাভাবিকভাবেই প্রচুর মানুষ ভিড় জমায় রোলার কোস্টারটিতে ওঠার জন্য। কিন্তু তার মধ্যে ঘটে এই দুর্ঘটনা। যদিও স্থানীয় সংবাদ সংস্থা সূত্রের খবর, এই ঘটনায় কেউ হতাহত হননি এবং পরে উদ্ধারকারীরা মাঝপথে আটকে পড়া অবস্থাতেই ওই রাইডে যাত্রীদের উদ্ধার করে সিঁড়ির সাহায্যে নিচে নামিয়ে আনতে সক্ষম হন।

 তবে রোলার কোস্টারে যান্ত্রিক গোলযোগের কারণে যাত্রীদের আটকে পড়ার ঘটনা এই প্রথম নয়। এর আগে চলতি মাসের শুরুর দিকে জানা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের  ক্যারোউইন্ডস বিনোদন পার্কে রাইডাররা প্রায় ৪৫ মিনিটের জন্য উল্টো হয়ে ঝুলে আটকেছিল, যখন রোলার কোস্টারটি মাঝপথে কাজ করা বন্ধ করে দেয়। জানা যায় ওই অবস্থাতেই যাত্রীরা প্রায় ৪৫ মিনিট থাকার পর শেষে তাদের উদ্ধার করে ধীরে ধীরে নিচে নামিয়ে আনা হয়। আরও একটি থিম পার্ক দুর্ঘটনায় ইন্দোনেশিয়ার একটি বিনোদন পার্কে সম্প্রতি ১৬ জন গুরুতর আহত হন। ওই ওয়াটার থিম পার্কে ওয়াটার রাইড নেওয়ার সময় কয়েকজন যাত্রী জলের পরিবর্তে শক্ত মাটিতে গিয়ে পড়ে বলে খবর। এই দুর্ঘটনায় কয়েকজন শিশুও আহত হয়েছিল। আহত ১৬ জনের মধ্যে ৮ জন নিকটবর্তী হাসপাতালে বেশ কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন বলে খবর। তাদের মধ্যে আবার তিনজনের শরীরের একাধিক হাড় ভেঙে যায় বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − two =