একসঙ্গে গর্ভবতী একই হাসপাতালে ১১ নার্স, ব্যাপক ভাইরাল ছবি

একসঙ্গে গর্ভবতী একই হাসপাতালে ১১ নার্স, ব্যাপক ভাইরাল ছবি

মিসৌরি: একে অপরের সহকর্মী হওয়ায় দিনের অধিকাংশ সময় কাটাতে হয় একসঙ্গেই। ফলে একে অপরের জীবনের হাল হকিকত অধিকাংশেরই জানা। আর সেটা যদি হয় মা হওয়ার মতো গুরুত্বপূর্ণ এবং আনন্দের বিষয় তাহলে তো কথাই নেই। সহকর্মীদের সাথে সেই আনন্দ ভাগ করে নিতে সচরাচর খুব বেশি সময় নেন না যে কোনও মানুষ। কিন্তু সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের একটি হাসপাতালে শুধুমাত্র মা হওয়ার খবর শেয়ার করেই ক্ষান্ত থাকেননি ওই হাসপাতালে কর্মরত ১০ জন নার্স এবং একজন মহিলা চিকিৎসক, বরং তাঁরা একসঙ্গেই ভাগ করে নিচ্ছেন মাতৃত্বকালীন এই আনন্দ। জানা যাচ্ছে কাকতালীয়ভাবে ওই হাসপাতালে ১০ জন নার্স এবং একজন মহিলা চিকিৎসক অর্থাৎ সর্বমোট ১১ জন কর্মী একইসঙ্গে গর্ভবতী হয়েছেন। চলতি বছরের জুলাই মাস থেকে নভেম্বরের মধ্যে ওই ১১ জন মহিলা তাঁদের সন্তানের জন্ম দেবেন। সম্প্রতি এই মজাদার খবরের উপর আলোকপাত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’। বিষয়টি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে। আর তারপরেই কাকতালীয় এই ঘটনাতিকে কেন্দ্র করে রীতিমতো হাসির রোল উঠেছে নেটপাড়ায়।

ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের লিবার্টি হাসপাতালের। জানা যাচ্ছে গর্ভবতী ১০ জন নার্স এবং একজন মহিলা চিকিৎসক সকলেই নাকি প্রসূতি ও প্রসব বিভাগে কর্মরত। এক্ষেত্রে যে চিকিৎসক গর্ভবতী হয়েছেন তিনি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। ফলে তাঁরা সকলেই একে অপরের সহকর্মী এবং একসঙ্গে কাজ করেন। ফলে এই কাকতালীয় ঘটনা প্রকাশ্যে আসার পরেই কার্যত উত্তেজিত সকলে। অন্যদিকে খবর প্রকাশ্যে রাস্তায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতালে। কারণ এই ধরনের কাকতালীয় ঘটনার কথা সচরাচর শোনা যায় না।

ঘটনা প্রসঙ্গে একজন নার্স জানিয়েছেন, এটি বাস্তবে একটি অনন্য এবং অন্য রকমের অভিজ্ঞতা। অন্যদিকে একসঙ্গে গর্ভবতী হওয়া ওই নার্স এবং মহিলা চিকিৎসক একই হাসপাতাল তো বটে একই বিভাগে কর্মরত হওয়ায় বিষয়টি নিয়ে আরও বেশি চাঞ্চল্য ছড়িয়েছে গোটা হাসপাতালে। এই মুহূর্তে তারা সকলেই একসঙ্গে কাজ করার পাশাপাশি একে অপরকে সমর্থন করা এবং গর্ভাবস্থার মধ্যে একে অপরকে সাহায্য করে আনন্দের সাথে দিন কাটাচ্ছেন।

 তবে এর সঙ্গে জানা যাচ্ছে একই সময়ে এত জন নার্স এবং চিকিৎসকের গর্ভবতী হওয়ার ঘটনা এই প্রথম ওই হাসপাতালে যে ঘটল তা কিন্তু নয়। জানা যাচ্ছে, গত পাঁচ বছরে এই নিয়ে তৃতীয়বার একই হাসপাতালে কাজ করা আর কর্মীরা একসঙ্গে গর্ভবতী হয়েছেন এইরকম ভাবে। এর আগে ২০১৯ সালে ওই রাজ্যেরই অপর একটি হাসপাতাল মেইন মেডিক্যাল সেন্টারের লেবার এন্ড ডেলিভারি ইউনিটের ৯ জন নার্স একসঙ্গে গর্ভবতী হয়েছিলেন এবং তাদের সকলেরও ডেলিভারির তারিখ ছিল এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 18 =