বার্ন : মানুষ বিক্রি করতে কত রকমের বিজ্ঞাপন দেখতে পাওয়া। কিছু কিছু বিজ্ঞাপন মানুষের মনে থেকে যায়। কিছু কিছু মানুষের হাসির কারণ হয়ে যায়। কিন্তু কিছু কিছু বিজ্ঞাপণ থাকে, তাতে মানুষ হাসবে না কাঁদবে, তা বুঝতে পারে না। সেই রকম একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তা দেখেই হতবম্ব হয়ে পড়েছেন নেটিজেনরা। সিঙারা বিক্রির জন্য এটা কী ধরনের পোস্টার।
সম্প্রতি একটি পোস্টার ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, শর্মাজির স্পেশাল সিঙারা খেতে খেতে অর্গাজম হয়ে যাক। এই পোস্টার ঘিরে সোশ্যাল মিডিয়া উত্তাল। কেউ অবাক আবার কৌতুক হিসেবে নিয়েছে। ট্যুইটারে এক নেটিজেন প্রথম এই পোস্টার শেয়ার করেন। পরে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। আর এই পোস্টার দেখে নেটিজেনদের চোখ রীতিমতো কপালে ওঠার জোগাড়।
অনেকেই প্রশ্ন করছেন, সিঙারা খাওয়ার সঙ্গে অর্গাজমের কী সম্পর্ক থাকতে পারে। চমকে গিয়েছেন অনেকে। এ কী কথা, সিঙারা খেতে খেতে অর্গাজম হয়ে যাক। অনেকে আবার সেই শর্মাজির দোকানের খোঁজ শুরু করেছেন। কিন্তু এইঅদ্ভুত সিঙারা সহজে হাতের মুঠোয় আসবে না। এই সিঙারা খেতে হলে সুইৎজারল্যান্ড যেতে হবে।
জানা গিয়ছে, শর্মাজির সিঙারা দোকান সুইৎজারল্যান্ডে। সেখানে শর্মাজির স্পেশাল একটি সিঙারার দাম ভারতীয় মুদ্রায় ৭৮০ টাকা ৫৫ পয়সা বলে জানা গিয়েছে। দাবি, এই সিঙারা খেলেই চরম সুখ পাওয়া যাবে। এই অদ্ভুত পোস্টার ও তার সঙ্গে সিঙারা এখন সোশ্যাল মিডিয়ায় হটকেক। সমস্যা শুধু এক জায়গাতেই প্রায় ৮০০ টাকা দামের সেই সিঙারা খেতে গেলে সুইৎজারল্যান্ড পাড়ি দিতে হবে।
