কিয়েভ: ইউক্রেন হামলা করার আগে থেকেই রাশিয়ার পদক্ষেপ নিয়ে সমালোচনা করে এসেছে আমেরিকা। তাদের কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও হামলার পরেই সেই অর্থে তেমন কোনও সাহায্য এগিয়ে আসেনি তারা। রাশিয়াকে হাতে না মেরে ভাতে মারার পরিকল্পনা করা হলেও প্রত্যক্ষভাবে ইউক্রেন পাশে পায়নি আমেরিকাকে। তবে এখন হয়ত পাচ্ছে। কারণ জানা গিয়েছে। তাদের অস্ত্র দিয়ে সাহায্য করতে চলেছে আমেরিকা। পিছিয়ে নেই ফ্রান্সও।
আরও পড়ুন- সীমান্ত পেরিয়ে ঢুকছে রুশ ট্যাঙ্কবাহিনী! রাশিয়ার কাছে ইউক্রেন সেনার আত্মসমর্পন?
সূত্রের খবর, ইউক্রেনকে ৬০০ মিলিয়ন ডলার মূল্যের সামরিক সহায়তা দেওয়ার অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অর্থাৎ অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করতে চলেছে আমেরিকা। এদিকে বর্তমান পরিস্থিতির মধ্যে ইউক্রেনে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে ফ্রান্সও। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি টুইট করে জানিয়েছেন যে, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে শনিবার সকালে কথা হয়েছে তাঁর। তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফ্রান্স সরকারের পক্ষ থেকে। প্রথম থেকেই ভারত সহ একাধিক দেশের সাহায্য চাইছিল ইউক্রেন। কিন্তু সেইএ অর্থে কেউই তাদের সাহায্যে এগিয়ে আসেনি। বেশিরভাগ দেশে এই ইস্যুতে নিরপেক্ষ অবস্থান নিয়েছে যা নিয়ে কটাক্ষ করেছে ইউক্রেন। তবে এবার তারা সাহায্য পেতে চলেছে।
এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি আগেই বলেছেন, দেশ এবং স্বাধীনতাকে রক্ষা করছে ইউক্রেনের সবাই। শেষ পর্যন্ত এই ভাবেই দেশের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাবেন তারা। সামরিক বাহিনী থেকে শুরু করে সমাজের আম নাগরিক সবাই এই লড়াইয়ে সামিল। প্রেসিডেন্ট ভবনের বাইরে দাঁড়িয়ে জেলেনস্কির ওই ভিডিয়ো এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই মনে করছেন, বিশ্ব মঞ্চে অন্যান্য দেশ যেহেতু এখনও পর্যন্ত সরাসরি ইউক্রেনকে সমর্থন করেনি তাই দেশের নাগরিকদের মনোবল বাড়াতে এই ভিডিও বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।
