কিয়েভ: ইউক্রেনের একাধিক শহর ইতিমধ্যেই ধ্বংস, এমনকি পরমাণু কেন্দ্রের দখলও চলে গিয়েছে রাশিয়ার কাছে। চেরনোবিল আতঙ্ক ঘুরে ফিরে আসছে ইউরোপবাসীর। রাশিয়াকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি তাই ইউরোপকেও ‘ঘুম’ থেকে জেগে ওঠার পরামর্শ দিলেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তাঁর কথায়, এখনই যদি কোনও পদক্ষেপ না নেওয়া হয় তাহলে সমূহ বিপদ আগামী দিনে।
আরও পড়ুন- রাশিয়ান ট্যাঙ্কার ঢুকতে দেবেন না! ব্রিজে নিজেকেই উড়িয়ে দিলেন ইউক্রেনীয় সেনা
সম্প্রতি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখলে নেই রাশিয়া। সেই জাপরজাই পরমাণু কেন্দ্রে আছড়ে পড়েছে রুশ ক্ষেপণাস্ত্র৷ এই ঘটনার পরেই ইউরোপকে সতর্ক করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, এই আগুনের ফলাফল কী হবে তা তাদের কারোর জানা নেই। কিন্তু যদি এখানে বিস্ফোরণ হয় তাহলে কারোর হাতেই আর কিছু থাকবে না। এই ইস্যুতে তিনি রাশিয়াকে সন্ত্রাসী দেশ বলে আক্রমণ করে বলেন, ইতিহাসে প্রথমবারের মতো একটি সন্ত্রাসী দেশ পারমাণবিক সন্ত্রাসের পথে হাঁটছে। ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার ঘটনা যা মামুলি নয় তা শিশুরাও জানে। কিন্তু ইউরোপ এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ কেন নিচ্ছে না তা জানেন না জেলেনস্কি। তাই তিনি চেরনোবিলের কথা স্মরণ করিয়ে দিয়ে ইউরোপকে স্বতঃস্ফূর্তভাবে পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছেন।
বৃহস্পতিবারই জাপরজাই পরমাণু কেন্দ্রের দখল নেয় রুশ ফৌজ৷ এর পরেই রাশিয়া ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি’-কে (IAEA) জানিয়ে দেয় যে, তাদের সেনা ইউক্রেনের জাপরজাই পরমাণু কেন্দ্র লাগোয়া সমস্ত এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। শুক্রবার জানা যায়, রুশ ক্ষেপণাস্ত্রের হামলায় পরমাণু কেন্দ্রের একাংশে আগুন ধরে গিয়েছে৷ এই ঘটনায় বেশ কয়েকজন জখমও হয়েছেন। এর চেয়েও ভয়ঙ্কর বিষয় হল, পরমাণু কেন্দ্র থেকে ছড়িয়ে পড়তে পারে তেজস্ক্রিয় বিকিরণ৷ যা নিয়ে ক্রমেই আতঙ্ক তৈরি হয়েছে৷ কিছুদিন আগেই তৃতীয় বিশ্বযুদ্ধের জল্পনা উস্কে দিয়ে রাশিয়ার বিদেশমন্ত্রী সেরগেই ল্যাভরভ পরমাণু হামলার ইঙ্গিত দিয়েছিলেন। আর এখন এই ঘটনা।
