কলকাতা: করোনার মারণ থাবা থেকে বাঁচতে টিকাই হয়ে উঠেছিল দেশবাসীর অস্ত্র৷ কিন্তু, সেই অস্ত্রই যেন ঘাড়ের উপর নেমে এসেছে খাঁড়ার ঘা হয়ে৷ যাঁরা অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড টিকা নিয়েছেন, তাঁদের শরীরে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে বলে আগেই জানা গিয়েছে৷ ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়ার কথা স্বীকার করে নিয়েছে অ্যাস্ট্রাজেনেকা৷ এর পরেই কোভিশিল্ড নিয়ে বিশ্বজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এরই মাঝেই জানা গেল, গোটা বিশ্ব থেকে তাদের তৈরি সমস্ত কোভিড টিকা বাজার থেকে তুলে নিচ্ছে অ্যাস্ট্রোজেনেকা। যার মধ্যে রয়েছে ভারতের কোভিশিল্ডও৷
অ্যাস্ট্রাজেনেকার তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, তারা আর করোনার ভ্যাকসিন তৈরি করবে না। এর সাপ্লাই বা বন্টনও বন্ধ করে দেওয়া হয়েছে। বাণিজ্যিক কারণেই সমস্ত দেশ থেকে করোনা টিকা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যাস্ট্রোজেনেকা।
কয়েক সপ্তাহ আগেই অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করে নেয় যে, তাদের সংস্থার তৈরি করোনার টিকা নেওয়ার পরে বিরল কিছু পার্শ্বপ্রতিক্রিয়া বা সাই়ড এফেক্ট দেখা গিয়েছে। এই টিনা নিয়েছেন এমন অনেকের শরীরেই থ্রম্বোসিস থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম নামক এক ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিচ্ছে। যার ফলে শরীরে রক্ত তঞ্চন বা রক্ত জমাট বেঁধে যাচ্ছে। এই পার্শ্বপ্রতিক্রিয়া এতটাই ভয়ঙ্কর যে, এর ফলে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে৷ মৃত্যুও অস্বাভাবিক নয়৷