ফের কি ‘পূর্ব পাকিস্তান’ হতে চলেছে বাংলাদেশ? ফিরছে ১৯৭১-এর ছায়া

কলকাতা: পাকিস্তানের গর্ভ থেকে রক্তাক্ত স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালে জন্ম নেওয়া বাংলাদেশ আজ ফের এক গভীর রাজনৈতিক সংকটের মুখোমুখি। গত বছরের আগস্ট মাসে…

Bangladesh Political Crisis

কলকাতা: পাকিস্তানের গর্ভ থেকে রক্তাক্ত স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালে জন্ম নেওয়া বাংলাদেশ আজ ফের এক গভীর রাজনৈতিক সংকটের মুখোমুখি। গত বছরের আগস্ট মাসে (২০২৪) ছাত্র আন্দোলনের সূত্র ধরে শুরু হওয়া বিক্ষোভ ও সেনা হস্তক্ষেপের জেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশত্যাগ করতে হয়। ক্ষমতার ভার এখন অন্তর্বর্তী সরকারের হাতে, যার নেতৃত্বে রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস।

এই রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির শুরু ছাত্র-ছাত্রীদের নেতৃত্বে বিক্ষোভ থেকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শেখ হাসিনার জারি করা কারফিউ মানতে অস্বীকার করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকের-উজ-জামান। সেনাবাহিনীর এই অবস্থান বদলের ফলে হাসিনা সরকারের পতন ঘটে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি বাংলাদেশের ইতিহাসে একটি মোড় ঘোরানো ঘটনা।

স্বাধীনতার রক্তাক্ত ইতিহাস

বাংলাদেশের জন্ম ইতিহাস রক্তে রঞ্জিত। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানের সেনাবাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে পূর্ব পাকিস্তানে গণহত্যা শুরু করে। ওই রাতেই গ্রেপ্তার হন আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান। ভারতীয় সেনাবাহিনীর হস্তক্ষেপে ডিসেম্বর ১৯৭১-এ পাকিস্তান পরাজিত হয় এবং ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা পায়। শেখ মুজিব জানুয়ারি ১৯৭২-এ মুক্ত হয়ে দেশে ফেরেন।

পাকিস্তানের ১৯৯৯ সালের ঘটনার পুনরাবৃত্তি? Bangladesh Political Crisis

বর্তমান বাংলাদেশের ঘটনাপ্রবাহ অনেকাংশেই ১৯৯৯ সালের পাকিস্তানের সেনা অভ্যুত্থানের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সে বছর তৎকালীন সেনাপ্রধান পারভেজ মুশাররফ প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ক্ষমতা থেকে সরিয়ে দেন এবং সামরিক শাসন জারি হয়। বাংলাদেশেও দেখা যাচ্ছে ঠিক সেই ধাঁচে সামরিক হস্তক্ষেপে একটি গণতান্ত্রিক সরকারের পতন ও অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন।

চ্যালেঞ্জের মুখে ইউনুসের সরকার

মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আজ নানা চ্যালেঞ্জের মুখে। দেশের নানা প্রান্তে সরকারি কর্মচারী, শিক্ষক এবং সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়েছেন। সেনাবাহিনীর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব রাজনৈতিক প্রক্রিয়ায় ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। অনেকেই আশঙ্কা করছেন, গণতন্ত্রকে পেছনে ঠেলে বাংলাদেশ একটি দীর্ঘমেয়াদি সামরিক শাসনের দিকে এগিয়ে যাচ্ছে।

ভারত-বাংলাদেশ সম্পর্ক ও নতুন আঞ্চলিক সমীকরণ

অন্যদিকে, ২০২৪ সালে প্রথমবারের মতো পাকিস্তানের করাচি থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে একটি পণ্যবাহী জাহাজ পৌঁছায়। এটি দু’দেশের মধ্যে সরাসরি সমুদ্রপথে বাণিজ্যের সূচনা করে। এই ঘটনাকে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশের নতুন সরকার। তবে, ১৯৭১ সালে যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল, সেই দেশের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি ঘিরে উঠছে নানা প্রশ্ন।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ক্রমেই অতীতের পাকিস্তানপন্থী ধারায় ফিরে যাচ্ছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সুশাসন, গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষায় যদি সুস্পষ্ট রূপরেখা না আসে, তবে বাংলাদেশ দীর্ঘদিনের জন্য সামরিক প্রভাবাধীন শাসনব্যবস্থার চক্রে আবদ্ধ হয়ে পড়তে পারে।

World: Bangladesh faces a deep political crisis as PM Sheikh Hasina flees amid protests & army intervention. Nobel laureate Mohammad Yunus leads an interim government. This mirrors Pakistan’s 1999 coup, raising fears of prolonged military influence in the nation’s democratic future.