ইলিশ বাঁচাতে বড়সড় উদ্যোগ বাংলার

ঢাকা: বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ৷ বাঙালির গৌরবও বটে৷ ইলিশ ছাড়া বর্ষা, স্বপ্নেও কল্পনা করা যায় না৷ এই ইলিশকে কেন্দ্র করে রয়েছে বাংলার একাধিক সাহিত্য৷ ইলিশে রয়েছে দুই বাংলার জীবন৷ আবেগ৷ আর এহেন ইলিশ সংরক্ষণে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বাংলাদেশ৷ ইলিশের প্রজননকালে বাংলাদেশের ছ’টি এলাকায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল মাছ ধরা নিষেধাজ্ঞা জারি করা হয়৷

ইলিশ বাঁচাতে বড়সড় উদ্যোগ বাংলার

ঢাকা: বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ৷ বাঙালির গৌরবও বটে৷ ইলিশ ছাড়া বর্ষা, স্বপ্নেও কল্পনা করা যায় না৷ এই ইলিশকে কেন্দ্র করে রয়েছে বাংলার একাধিক সাহিত্য৷ ইলিশে রয়েছে দুই বাংলার জীবন৷ আবেগ৷  আর এহেন ইলিশ সংরক্ষণে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বাংলাদেশ৷

ইলিশের প্রজননকালে বাংলাদেশের ছ’টি এলাকায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল মাছ ধরা নিষেধাজ্ঞা জারি করা হয়৷ দীর্ঘ দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর গত ৩০ এপ্রিল রাত ১২টা থেকে নদীতে ইলিশ মাছ ধরতে শুরু করেন মৎস্যজীবীরা৷ ইলিশের জন্য আগে মোট ৫টি অভয়াশ্রম থাকলেও সম্প্রতি বরিশালের আশপাশের ৮২ কিলোমিটার নদীপথকে নিয়ে নতুন অভায়শ্রম ঘোষণা করেছে বাংলাদেশ৷ গত তিনবছরে ইলিশ সংরক্ষণের সময় বাংলাদেশ সরকার মৎস্যজীবীদের সাহায্যে ৭হাজার ৯১৪ মেট্রিকটন চাল দিয়েছে৷ চলতি বছরের মৎস্যজীবীদের খাদ্য সহায়তার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − three =