দু’টি মুখ নিয়ে জন্মাল বিড়ালছানা ‘বিস্কুট’ আর ‘গ্রেভি’, ভাইরাল ছবি

দু’টি মুখ নিয়ে জন্মাল বিড়ালছানা ‘বিস্কুট’ আর ‘গ্রেভি’, ভাইরাল ছবি

নিউ ইয়র্ক: একই শরীর দুটি মাথা নিয়ে জন্মাল বিরল এক বিড়ালছানা৷ নেট দুনিয়ায় ভাইরাল ছবি৷ 

গত বুধবার অমেরিকার ওরেগনের কিং পরিবারের ফার্মে ছটি বিড়ালছানার জন্ম দেয় তাঁদের পোষ্য৷ পাঁচটি স্বাভাবিক হলেও, ছয় নম্বর ছানাটিকে দেখে রীতিমতো হতবাক তাঁরা৷ এমন দৃশ্য আগে কখনও দেখেনি তাঁদের পরিবার৷ এই বিড়ালছানাটির দুটি মুখ, দুটি নাক এবং চারটি চোখ রয়েছে। এই অনন্য গঠন নজর কেড়েছে বিশ্ববাসীর৷ 

বিড়ালছানাটির মস্তিষ্ক কিন্তু একটি৷  তবে সে দুটি মুখ ব্যবহার করেই খেতে পারে এবং দুটি মুখ দিয় ম্যাও ম্যাও করে ডাকতেও পারে৷  ওই পরিবারের পশুচিকিত্সক জানিয়েছেন, বিড়াল ছানাটি ভালই আছে। দুটি মুখের জন্য কিং পরিবার ঠিক করেছে, তাদের পোষ্য পরিবারের এই নতুন সদস্যকে দুটি নাম দেওয়া হবে৷ বিস্কুট এবং গ্রেভি৷

ওই ফার্মের মালিক বিজে কিং বলেন, ‘‘আমার স্ত্রী বিড়ালছানা দেখতে গিয়ে একেবারে হতবাক৷ তিনি দেখেন পাঁচটি স্বাভাবিক ছানা হলেও একটি বিড়ালের দুটি মুখ হয়েছে৷ আমরাও অবাক হয়ে যাই৷ এটি খুবই বিরল ঘটনা। সাধারণত বিড়ালের দুটো মুখ দেখা যায় না। 

ছেলেমেয়েদের পীড়াপীড়িতে বিস্কুট আর গ্রেভির ছবি অনলাইনে শেয়ার করেন বিজে কিং৷ শেয়ার করা থেকেই নেট পাড়ায় ভাইরাস সে৷ দুটি মুখ নিয়ে জন্মানো বিড়ালদের ‘জানুস’ নামে অভিহিত করা হয়৷ রোমান দেবতা জানুসের নামেই এই নামকরণ করা হয়েছে৷ তাঁরও দুটি মুখ ছিল৷ তবে দুঃখের বিষয় হল, এই ধরেনর বিড়াল সাধারণত একদিনের বেশি বাঁচে না৷ বিজে কিং-এর স্ত্রী কায়লো বলেন, বিড়ালটিকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছেন তিনি৷ বিড়ালটিকে খুবই যত্নে রাখা হচ্ছে এবং সে ভালো আছে৷ ফলে একটা আশার আলো দেখা দিয়েছে৷ 

কায়লো আরও বলেন, ‘‘কী ভাবে এই ধরনের বিড়ালছানার যত্ন নিতে হয় তা সঠিকভাবে জানা নেই৷ কারণ এটির দুটি মুখ রয়েছে৷ আমি তাকে খাওয়ানোর চেষ্টা করছি৷ যথাসম্ভব চেষ্টা চালাচ্ছি ভালো রাখার৷’’  এই ধরনের বিড়াল বেশি দিন না বাঁচলেও, দুটি মুখে নিয়ে ১৫ বছর বেঁচেছিল ফ্ল্যাঙ্ক এবং লুইস৷ ২০০৬ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠে তার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − one =