‘চমক’! আচমকা কিয়েভে হাজির ব্রিটিশ প্রধানমন্ত্রী, বৈঠক জেলেনস্কির সঙ্গে

‘চমক’! আচমকা কিয়েভে হাজির ব্রিটিশ প্রধানমন্ত্রী, বৈঠক জেলেনস্কির সঙ্গে

কিয়েভ:  যুদ্ধের আগুনে পুড়ে ছাড়খার ইউক্রেন৷ রুশ সেনা সরতেই প্রকাশ্যে ইউক্রেনের মর্মান্তিক পরিস্থিতি৷ এরই মধ্যে আচমকা ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে ইউক্রেনে পৌঁছলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন৷ অথচ কেউ ঘুণাক্ষরেও টের পেল না৷ কিয়েভে বসেই জেলেনস্কির সঙ্গে বৈঠক করলেন তিনি৷ 

আরও পড়ুন- ভারতেই চলে যান না! ‘পরামর্শ’ এল ইমরানের কাছে

ব্রিটেনের সংবাদমাধ্যম সূত্রে খবর, ব্রিটিশ প্রধানমন্ত্রী যে ইউক্রেনে যাচ্ছেন, সে সম্পর্কে সরকারি ভাবে কোনও ঘোষণা করা হয়নি৷ জেলেনস্কির সঙ্গে জনসনের বৈঠকের ছবি ইউক্রেন দূতাবাসের তরফে পোস্ট করার পরেই বিষয়টি প্রকাশ্যে আসে৷ ওই ছবির ক্যাপসনে লেখা ‘চমক’৷ 

সূত্রের খবর, রাশিয়ার সামরিক অভিযান চলার মাঝেই ইউক্রেন সফরে আসার চিন্তা ভাবনা করছিলেন বরিস। প্রশাসনিক কর্তাদের বলেছিলেন, ইউক্রেন সরকারের সঙ্গে এ বিষয়ে কথা বলে সমস্ত বন্দোবস্ত করতে৷ এর পরেই আচমকা মুখোমুখি দুই রাষ্ট্রপ্রধান৷