আকাশে ভাসমান দুটি বেলুনের মাঝে বাঁধা দড়ি দিয়ে হাঁটলেন ইনি, গড়লেন গিনেস রেকর্ড

আকাশে ভাসমান দুটি বেলুনের মাঝে বাঁধা দড়ি দিয়ে হাঁটলেন ইনি, গড়লেন গিনেস রেকর্ড

40fbef219150b0f6b65ab1c5470d9da8

নয়াদিল্লি:  একেই বলে কেরামতি!

মাঝ আকাশে ভাসছে দুটি বেলুন৷ বেলুন দুটি বাঁধা রয়েছে একটি দড়ি দিয়ে৷ তড়তড়িয়ে সেই দড়ির উপর দিয়ে হেঁটে গেলেন তিনি৷ এই কাণ্ড ঘটিয়েই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন ব্রাজিলের এক ব্যক্তি৷ 

আরও পড়ুন- ‘বোল্ড আউট’ ইমরান! পাক প্রধানমন্ত্রীর কুর্সিতে বসলেন শেহবাজ শরিফ

গ্যাস বেলুনের নীচে বাঁধা ঝুড়িতে ওড়ার স্বপ্ন অনেকেরই থাকে৷ পর্যটকদের কাছে বেলুন সফর অন্যতম আকর্ষণের বিষয়। তা বলে মেঘের কোলে ভাসমান দুটি গ্যাস বেলুনের মাঝে বাঁধা দড়ির উপর দিয়ে হেঁটে নজির গড়লেন ব্রাজিলের রাফেল জুগনো ব্রিডি৷ অসম্ভবকে সম্ভব করে দেখালেন তিনি৷ 

মাটি থেকেই দুটি গ্যাস বেলুনকে একটি দড়িতে বাঁধা হয়৷ এর পর বেলুন দু’টি এক হাজার ৯০১ মিটার বা ৬৩২৬ ফিট উঁচুতে গিয়ে থামে। ওই দড়িটি ছিল ২৫ সেন্টিমিটার মোটা। আর গ্যাস বেলুন দুটির মধ্যে দূরত্ব ছিল প্রায় ১৮ মিটার বা ৫৯ ফিট। ভাসমান অবস্থায় একটি গ্যাস বেলুন থেকে ঝুলন্ত দড়ির উপর নেমে পড়লেন রাফেল। তার পর ধীরে ধীরে তার উপর দিয়ে হেঁটে পৌঁছে যান দড়ির অপর প্রান্তে থাকা গ্যাস বেলুনে। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ 

বিশ্বের সর্বোচ্চ বিল্ডিং বুর্জ খলিফার দ্বিগুণ উচ্চতা দিয়ে একটা সামন্য দড়ির উপর দিয়ে হেঁটে গিনেস বিশ্ব রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করিয়েছেন রাফেল।