কুলভূষণ কি আজ অভিনন্দন হতে পারবেন? রায়ের অপেক্ষায় দেশ

নয়াদিল্লি: পাকিস্তানে বন্দি কুলভূষণ যাদব মামলার রায় দেবে হেগের আন্তর্জাতিক আদালত৷ ভরাত-পাকিস্তানের মধ্যে অন্যতম বড় বিবাদ এখন আন্তর্জাতিক বিচার প্রক্রিয়ায় ঝুলে৷ ইতিমধ্যেই ভারতের তিনটি দাবি জানিয়ে রেখেছে৷ কুলভূষণকে অপরাধমুক্ত ঘোষণা ও তাঁর মুক্তি এবং দেশে ফেরানো দাবিতে ভারতের তরফেও একাধিকবার সওয়াল করা হয়েছে৷ কুলভূষণের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে আগেই আন্তর্জাতিক আলাদতে জানিয়েছে ভারত৷ ভারতের

কুলভূষণ কি আজ অভিনন্দন হতে পারবেন? রায়ের অপেক্ষায় দেশ

নয়াদিল্লি:  পাকিস্তানে বন্দি কুলভূষণ যাদব মামলার রায় দেবে হেগের আন্তর্জাতিক আদালত৷ ভরাত-পাকিস্তানের মধ্যে অন্যতম বড় বিবাদ এখন আন্তর্জাতিক বিচার প্রক্রিয়ায় ঝুলে৷ ইতিমধ্যেই ভারতের তিনটি দাবি জানিয়ে রেখেছে৷ কুলভূষণকে অপরাধমুক্ত ঘোষণা ও তাঁর মুক্তি এবং দেশে ফেরানো দাবিতে ভারতের তরফেও একাধিকবার সওয়াল করা হয়েছে৷

কুলভূষণের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে আগেই আন্তর্জাতিক আলাদতে জানিয়েছে ভারত৷ ভারতের দাবি উড়িয়ে পাকিস্তানের অভিযোগ, কুলভূষণ গুপ্তচরবৃত্তিতে জড়িত৷ অন্তর্ঘাত ও সন্ত্রাসের লক্ষ্য ছিল তাঁর৷ কুলভূষণকে নিয়ে দাবি, পাল্টা দাবির জেরে ২০১৭ সালে ভারত আন্তর্জাতিক আলাদতে মামলা দায়ের করে৷ পাকিস্তানে সামরিক আদালতে তাঁর বিচার হয়৷ তাঁকে তাঁর পছন্দের আইনজীবী নিয়োগের স্বাধীনতা দেওয়া হয়নি৷ এই মামলার ফলে তাঁর মৃত্যুদণ্ড আটকে যায়৷

২০১৬ সালের ৩ মার্চ ইরান থেকে পাকিস্তান সীমান্ত পেরোনোর সময় কুলভূষণ যাদব ধরা পড়েন বলে জানিয়েছিলেন পাক প্রশাসন৷ চরবৃত্তির অভিযোগে ২০১৭ সালের এপ্রিলে পাক সামরিক আদালতে তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়৷ এরপরেই কুলভূষণ ইস্যুতে আন্তর্জাতিক ন্যায় আদালতের দ্বারস্থ হয় ভারত৷ কূলভূষণ চর নন বলে দাবি করেছে ভারত৷ ২০১৭ সালে কুলভূষণের মৃত্যুদণ্ডের সাজায় স্থগিতাদেশ দেয় আন্তর্জাতিক ন্যায় আদালত৷

এর আগে পুলওয়ামা হামলার পর পাক যুদ্ধ বিমান তাড়িতে গিয়ে পাকিস্তানের আকটে পড়েন ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান৷ পরে দীর্ঘ নাটকের পর অভিনন্দকে ভারতের হাতে তুলে দেয় পাক সরকার৷ অভিনন্দনের মুক্তর পরই ওঠে কুলভূষণের প্রসঙ্গ৷ সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠতে থাকে কুলভূষণ কি অভিনন্দন হতে পারেন৷ দেশে ফেরার নির্দেশ পাবেন টানা তিন বছর পাক জেলে বন্দি থাকা কুলভূষণ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 16 =