পাঁচ মাস পর অবশেষে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর

ঢাকা: বাংলাদেশে গ্রেফতার হওয়া হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস অবশেষে জামিন পেলেন। বুধবার ঢাকা হাইকোর্টের বিচারপতি আতোয়ার রহমান খান এবং আলি রেজার বেঞ্চ রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে…

Chinmoy Krishna Das gets bail

ঢাকা: বাংলাদেশে গ্রেফতার হওয়া হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস অবশেষে জামিন পেলেন। বুধবার ঢাকা হাইকোর্টের বিচারপতি আতোয়ার রহমান খান এবং আলি রেজার বেঞ্চ রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করেছেন। এই খবরটি বাংলাদেশসহ ভারতীয় সংবাদমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। (Chinmoy Krishna Das gets bail)
গত বছর নভেম্বর মাসে গ্রেফতার

গত বছরের নভেম্বর মাসে বাংলাদেশে গ্রেফতার হন হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস৷ দেশজুড়ে হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে তিনি সরব হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ আনা হয়৷ তাঁর কর্মকাণ্ড দেশের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখানো হয়। উল্লেখ্য, চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসেবে হিন্দুদের অধিকার রক্ষায় কথা বলেছিলেন।

বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ও মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর হিন্দু সংখ্যালঘুদের উপরে অত্যাচারের মাত্রা বহু গুণ বেড়ে যায়৷ হিন্দুদের বাড়িঘর-মন্দির ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া, এমনকী হিন্দুদের নির্বিচারে হত্যা শুরু হয়। যার প্রতিবাদে গর্জে উঠেছিলেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস।

গ্রেফতারির পর, ভারতে নানা জায়গায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়৷  কলকাতা, মুম্বই, পুণে-সহ বিভিন্ন শহরে চিন্ময় কৃষ্ণের জামিনের দাবিতে প্রতিবাদ জানানো হয়। তাঁর মুক্তির দাবিতে প্রতিবাদকারীরা একযোগে গর্জে ওঠেন। প্রতিবাদে অংশগ্রহণকারী বহু মানুষ এসময় দেশজুড়ে রাস্তায় নেমে আসেন।

বারবার আবেদন খারিজ Chinmoy Krishna Das gets bail

অথচ, গ্রেফতার হওয়ার পর প্রথম কয়েকটি আদালত শুনানির সময়ে চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন বার বার খারিজ হয়ে যায়। ১১ ডিসেম্বর আদালতে তাঁর পক্ষ থেকে কোনো আইনজীবী ছিলেন না, কারণ আইনজীবীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।

গত ২৫ নভেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর গ্রেফতারির পর ২৭ নভেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে তাঁর পক্ষে সমর্থন জানাতে গিয়ে আইনজীবীসহ উপস্থিতদের মধ্যে সংঘর্ষ বাধে৷ এই সংঘর্ষে মৃত্যু হয় এক আইনজীবীর৷

৩০ এপ্রিল মিলল জামিন

গত ৪ ফেব্রুয়ারি আদালত চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন সম্পর্কে জানতে চায়, কেন তাঁকে জামিন দেওয়া হবে না। অবশেষে, ৩০ এপ্রিল হাইকোর্ট রুল অ্যাবসলিউট ঘোষণা করে এবং জামিন প্রদান করে সন্ন্যাসীকে মুক্তি দেয়।

বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এবং সংখ্যালঘুদের রক্ষা নিয়ে এই জামিন প্রাপ্তির ঘটনা একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এটি ভবিষ্যতে হিন্দু সম্প্রদায়ের ওপর অবিচারের বিরুদ্ধে আন্দোলনকে শক্তিশালী করবে এবং বাংলাদেশে ধর্মীয় সহনশীলতা ও মানবাধিকার নিয়ে নতুন আলোচনার সূচনা করতে পারে।

World: Hindu monk Chinmoy Krishna Das, arrested in Bangladesh on sedition charges, granted bail by Dhaka High Court. The news has garnered significant attention in Bangladeshi and Indian media.