টিকা আসার আগেই করোনায় মৃত্যু হতে পারে ২০ লক্ষ মানুষের, সতর্ক করল WHO

টিকা আসার আগেই করোনায় মৃত্যু হতে পারে ২০ লক্ষ মানুষের, সতর্ক করল WHO

নিউ ইয়র্ক: সারা বিশ্বজুড়ে বিদ্যুৎ গতিতে বেড়ে চলছে করোনা সংক্রমণ৷ কোভিড-১৯ মোকাবিলায় কার্যকর টিকা আসার আগেই মৃতের সংখ্যা ২০ লক্ষ ছাড়িয়ে যেতে পারে৷ এমনই আশঙ্কার কথা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)৷ এই অতিমারী মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ করা না হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা৷ এর বিরুদ্ধে বিশ্বের সব দেশকে একযোগে লড়াই করতে হবে বলে জানিয়েছে হু। 

আরও পড়ুন- ট্রাম্পের পর এবার নোবেল শান্তি পুরষ্কারের তালিকায় রুশ প্রেসিডেন্ট পুতিন

চিনে সংক্রমণ মাথা চাড়া দেওয়ার কয়েক মাসের মধ্যেই বিশ্বে মৃতের সংখ্যা প্রায় ১০ লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে৷ এই সংখ্যাটা যথেষ্ট উদ্বেগজনক হলেও, এখনও কিছু দেশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলেই দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার৷ শুক্রবার একটি সাংবাদিক বৈঠকে হু-র জরুরি বিষয়ক অধিকর্তা মাইকেল রায়ান বলেন, ‘‘আমরা সবাই যদি একযোগে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করি, তাহলে এর বিরুদ্ধে জিততে পারব৷ আমরা এখনই যদি ব্যবস্থা না নিই তাহলে আগামী দিনের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে চলেছে৷’’ সেই সঙ্গে তিনি আরও বলেন, ‘‘সংক্রমণ বৃদ্ধির জন্য তরুণ প্রজন্মকে দায়ী করা উচিত নয়৷ যদিও বিশ্বব্যাপী লকডাউন শিথিল হওয়ার পর তরুণ প্রজন্মের মধ্যে সংক্রমণের হার বেশ অনেকটাই বেড়ে গিয়েছে৷ যা যথেষ্ট উদ্বেগজনক৷’’   

তবে এটা একে অপরের দিকে আঙুল তোলার সময় নয়৷ অনেক সময় তরুণ প্রজন্মেরও বয়স্কদের প্রয়োজন হয় বলেও মন্তব্য করেন রায়ান৷ তাঁর কথায়, সভাকক্ষ বা ইন্ডোর অনুষ্ঠান থেকেই সংক্রমণ বেশি ছড়াচ্ছে৷ সব বয়সের মানুষই এই সকল অনুষ্ঠানে যোগ দিচ্ছেন৷ অন্যদিকে, এই সংক্রমণ ছড়ানোর পিছনে চিনের ভূমিকা কতখানি, তা জানতে তাঁরা বেজিংয়ের সঙ্গে আলোচনা চালাচ্ছেন বলেও জানান হু-র বর্ষীয়ান উপদেষ্টা ব্রুস এনওয়ার্ড৷ 

আরও পড়ুন-  ‘স্বস্তিকা’ নাম রাখার জন্য ভোট দিল নিউ ইয়র্কের গোটা গ্রাম, কেন জানেন?

এদিকে এএফপি সূত্রে খবর, শুক্রবার রাত ১১টা পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ৯ লক্ষ ৮৪ হাজার ৬৮ জন কোভিড আক্রান্তের৷ আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৩ লক্ষে পৌঁছে গিয়েছে৷ আক্রান্তের নিরিখে সবার আগে রয়েছে আমেরিকা। মার্কিন মুলুকে আক্রান্তের সংখ্যা ৭৩ লক্ষেরও বেশি৷ এর পরেই রয়েছে ভারত। আমাদের দেশে আক্রান্তের সংখ্যা ৫৯ লক্ষ পেরিয়েছে। সংক্রমণ উদ্বেগ বাড়ালেও, সুস্থতার হার কিছুটা স্বস্তি দিয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *