বৈদেশিক মুদ্রার শেষ ভরসা! দীর্ঘমেয়াদী ‘গোল্ডেন ভিসা’ বিক্রির পথে শ্রীলঙ্কা

বৈদেশিক মুদ্রার শেষ ভরসা! দীর্ঘমেয়াদী ‘গোল্ডেন ভিসা’ বিক্রির পথে শ্রীলঙ্কা

কলম্বো: ভয়াবহ আর্থিক সংকটের মুখোমুখি প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা। বিশেষজ্ঞদের মত, যেভাবে এই দেশের কোষাগার আর খালি হচ্ছে তাতে শ্রীলঙ্কাকে দেউলিয়া ঘোষণা করা এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। দিন কয়েক আগেই এই দেশের তরফ থেকে জানানো হয়েছে যে বৈদেশিক সমস্ত ঋণ চোকাতে এই মুহূর্তে অপারগ শ্রীলঙ্কা।

এর ঠিক পরবর্তী ধাপই হল নিজেকে দেউলিয়া ঘোষণা করা। কিন্তু দেওয়ালে পিঠ ঠেকার আগে একবার শেষ চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছে এই দেশ। জানা যাচ্ছে, বৈদেশিক মুদ্রা আমদানি করতে এবার এই দেশ বিক্রি করতে চলেছে তাদের শেষ তুরুপের তাস দীর্ঘমেয়াদী গোল্ডেন ভিসা। সাধারণত কর্মক্ষেত্র কিংবা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত বিদেশি নাগরিকরাই এই ভিসা ব্যবহার করে থাকে। দীর্ঘমেয়াদী এই ভিসার দামও আকাশছোঁয়া। কিন্তু কোনও উপায়ান্তর না দেখে এবার এই ভিসা বিক্রি করেই নিজেদের পরিস্থিতি শুধরানোর একটা রাস্তা খুঁজে বের করার শেষ চেষ্টা করছে লঙ্কাপুরী।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার শ্রীলঙ্কা সরকারের তরফ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই তারা গোল্ডেন প্যারাডাইস ভিজা প্রোগ্রামের সূচনা করতে চলেছে। সাধারণত যে সমস্ত বিদেশি নাগরিকরা কাজের সূত্রে কিংবা শ্রীলঙ্কার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুবাদে ১০ বছরের জন্য বসবাস করবেন সেক্ষেত্রে তাঁদের এই ভিসা এক লক্ষ মার্কিন ডলারের বিনিময়ে কিনতে হবে। এই গোল্ডেন প্যারাডাইস ভিসা ব্যবহার করে দীর্ঘ ১০ বছর তাঁরা শ্রীলঙ্কায় বসবাস এবং কাজ করার অনুমতি পাবেন।

সরকারি সূত্রের খবর, অর্থ সংকটে জর্জরিত শ্রীলঙ্কার এখন শেষ ভরসা হল বৈদেশিক মুদ্রা। আর সেই বৈদেশিক মুদ্রা আমদানি করার জন্যই তারা দীর্ঘমেয়াদি ভিসা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ ইতিমধ্যেই দেশের সাধারন নাগরিকদের খাবার এবং প্রয়োজনীয় জ্বালানি জোগানোর জন্য শ্রীলঙ্কার ডলারের ভান্ডার প্রায় খালি হয়ে গিয়েছে। ফলে কোষাগার ভর্তি করার এখন একমাত্র রাস্তা হচ্ছে এই প্রোগ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − three =