ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল! মরক্কো এখন মৃত্যুপুরী

ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল! মরক্কো এখন মৃত্যুপুরী

রাবাত: আশঙ্কা যেমন ছিল, ঠিক তেমনটাই হল। মরক্কোর ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে গেল একা ধাক্কায়। শুক্রবার মধ্যরাতের এই ঘটনায় প্রাথমিকভাবে ২৯৬ জনের মৃত্যুর খবর আসছিল। এখন সেই সংখ্যাটা ৬০০ ছাড়িয়ে গিয়েছে বলে জানান হয়েছে! তবে আশঙ্কা এখনও কিছু কম নয়। কারণ এই সংখ্যাও বেড়ে যেতে পারে আগামী কয়েক ঘণ্টায়। কারণ এখনও বহু মানুষকে ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেশের মারাকাশের ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে প্রথম এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৮। এর উৎপত্তিস্থল ছিল মাটি থেকে সাড়ে ১৮ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর মারাকাশের বিভিন্ন রাস্তায় চওড়া ফাটল দেখা দিয়েছে। বিস্তীর্ণ এলাকার বিদ্যুৎ এবং টেলিযোগাযোগ বিচ্ছিন্ন। মরক্কোর এই দুর্দিনে পাশে থাকার বার্তা দিয়েছে ভারত। এই ঘটনায় সকালেই টুইট করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মরক্কোকে সম্ভাব্য সমস্ত রকম সাহায্য করার আশ্বাস তিনি দিয়েছেন।

এই ঘটনায় শোকপ্রকাশ করে মোদী জানান, ভূমিকম্পের কারণে প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এই বিপদের সময়ে ভারত মরক্কোর পাশে আছে। যে কোনও সাহায্য করতে দেশ প্রস্তুত। এছাড়াও তিনি মরক্কোর জনগণের সুস্বাস্থ্য কামনা করেছেন এবং যারা আহত তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রশাসন জানিয়েছে, মারাকাশের হাসপাতালগুলিতে আহতদের উপচে পড়া ভিড়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে তারা।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *