কলকাতা: অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তাঁকে লক্ষ্য করে প্রকাশ্যে চলল গুলি৷ পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারে গিয়ে আক্রান্ত হন ট্রাম্প৷ তিনি বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী৷ এদিন তাঁর বাঁ কান ঘেঁষে বেরিয়ে যায় বুলেট৷ তড়িঘড়ি সিক্রেট সার্ভিসের এজেন্টরা ট্রাম্পকে স্টেজ থেকে নামিয়ে নিয়ে যান। পাল্টা গুলি চালান ট্রাম্পের নিরাপত্তা রক্ষীরাও। ঘটনাস্থলেই মৃত্যু হয় বন্দুকবাজের৷ তবে এই গোলাগুলিতে মৃত্যু হয় ট্রাম্পের এক সমর্থকেরও।
এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে৷ তাতে দেখা গিয়েছে, ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে বক্ততা করছেন। আচমকা তাঁর কান ঘেঁষে বেরিয়ে যায় গুলি! সেই ধাক্কাস সঙ্গে সঙ্গে মঞ্চে মাটিতে বসে পড়েন তিনি। তাঁর সমর্থকরা চিৎকার চেঁচামেচি শুরু করে দেন৷ জানা গিয়েছে, পেনসেলভেনিয়ায় ছিল এই জনসভা৷ ট্রাম্পের মুখপাত্র একটি বিবৃতিতে জানান, প্রেসিডেন্ট পদপ্রার্থী সুস্থই আছেন। স্থানীয় চিকিৎসা কেন্দ্রে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও তাঁকে উদ্ধার করার জন্য পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প।