‘কমলা হ্যারিসকে হারানো খুব সহজ!’প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে বাইডেন সরতেই আত্মবিশ্বাসী ট্রাম্প

কলকাতা: হাতে আর মাত্র চার মাস৷ তার পরেই আমেরিকায় প্রেসিেন্ট নির্বাচন৷ এদিকে প্রেসিডেন্ট পদের দৌড় থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন। দেশবাসীর উদ্দেশ্যে লেখা খোলা চিঠিতে…

কলকাতা: হাতে আর মাত্র চার মাস৷ তার পরেই আমেরিকায় প্রেসিেন্ট নির্বাচন৷ এদিকে প্রেসিডেন্ট পদের দৌড় থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন। দেশবাসীর উদ্দেশ্যে লেখা খোলা চিঠিতে সে কথা  ঘোষণাও করে দিলেন তিনি। বাইডেন প্রার্থী না হলে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হবেন কি? এই প্রশ্নের উত্তর খুঁজতেই উঠে এল কমলা হ্যারিসের নাম৷ আর তাতেই বেজায় খুশি ডোনাল্ড ট্রাম্প৷ বাইডেন সরতেই রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর প্রতিক্রিয়া, কমলা হ্যারিসকে হারানো অনেক বেশি সহজ৷

 

বাইডেন প্রতিদ্বন্দ্বিতা না করায় কমলা হ্যারিসই আমেরিকায় প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে চলেছেন বলে অনুমান। কারণ আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট পদে থাকা কমলা হ্যারিসই বাইডেনের জায়গায় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পদপ্রার্থী হিসাবে সবচেয়ে যোগ্য বলে মনে করা হচ্ছে৷