কয়েক দশকে প্রথমবার, কাঠমাণ্ডু থেকে দেখা গেল এভারেস্ট

কয়েক দশকে প্রথমবার, কাঠমাণ্ডু থেকে দেখা গেল এভারেস্ট

কাঠমাণ্ডু: লকডাউনের বাজারে এভারেস্টের ঘাড়ের ওপর উঠে পড়েছে এভারেস্ট। না কোনও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নয়। মাউন্ড এভারেস্চের চূড়া দেখা গেল এবার দূষণমুক্ত কাঠমাণ্ডু থেকে। এই বিরল দৃশ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে গিয়েছে।বিশ্বে করোনা মহামারীর আকার ধারণ করেছে। যার ফলে বিশ্বের অধিকাংশ দেশে লকডাউন চলছে। যেখানে লকডাউন চলছে না, সেখানে যানবাহন কমে গিয়েছে। এর ফলে বিশ্বে দূষণ কমেছে চোখে পড়ার মতো। এসবের মধ্যেই নেপালের রাজধানীর বুকে থেকে আবার এভারেস্টের চূড়া দেখা যাচ্ছে। গত কয়েক দশকে এই দৃশ্য চোখে পড়েনি।

পর্যটন কেন্দ্র কাঠমাণ্ডু। সাধারণ পরিস্থিতি অসংখ্য গাড়িঘোড়া আর মানুষের ভিড় দেখতে পাওয়া যায়। তার সঙ্গে অগুনতি রেস্তোরাঁ। আপাতত নেপাল সরকার করোনা আবহে সেগুলোর ওপর বিধিনিষেধ জারি করেছে। যার ফলে নেপালে বায়ুদূষণের পরিমাণ এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে। তার ফলেই নেপালের রাজধানী থেকে দেখা মিলল বরফের পাহাড়। এই বিরল দৃশ্যের ছবি তুলতে দেখা গিয়েছে সাধারণ মানুষের।
প্রসঙ্গত, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এ ভাবেই পঞ্জাবের জলন্ধর শহরের বাসিন্দারা বহু বছর পরে ফের দিগন্তে ধৌলাধর শিখর দেখে উচ্ছ্বাসে মেতেছিলেন। পরিবেশ দূষণের কারণে ধীরে ধীরে জলন্ধরের আকাশ থেকে মুছে গিয়েছিল এই অপরূপ দৃশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =