চিনের গবেষণাগার থেকেই করোনার ঢেউ! দাবি এই গোয়েন্দা সংস্থার

চিনের গবেষণাগার থেকেই করোনার ঢেউ! দাবি এই গোয়েন্দা সংস্থার

নিউইয়র্ক: ২০১৯ সালের শেষের দিক থেকে গোটা বিশ্বজুড়ে ছড়িয়েছিল নোভেল করোনাভাইরাস। চিন থেকেই সর্বপ্রথম এই ভাইরাস বিশ্বের নানা দেশের ছড়িয়ে পড়ে। বছর তিনেক কেটে যাওয়ার পরেও এটা জানা এখনও সম্ভব হয়নি যে কী ভাবে এই ভাইরাস ছড়াল। যদিও এতদিনে নানা ক্ষেত্র থেকে একাধিকবার দাবি করা হয়েছে যে চিনের কোনও এক গবেষণাগার থেকেই এর উৎপত্তি। এবার ২০২৩ সালে দাঁড়িয়ে সেই একই দাবি করল মার্কিন এক গোয়েন্দা সংস্থা। তারা হল এফবিআই।

আরও পড়ুন- ভারতের প্রতিবেশী দেশগুলিকে কেন সাহায্য করছে চিন? উদ্বেগে ওয়াশিংটন

প্রাকৃতিকভাবে ছড়িয়েছে এই ভাইরাস নাকি ইচ্ছাকৃতভাবে ছড়ানো হয়েছে, এই নিয়ে এখনও তর্ক বাঁধে। তবে পুরোটাই এখন সেই তর্কের জায়গাতেই রয়েছে কারণ করোনা ভাইরাস কী ভাবে ছড়াল তা নিশ্চিতভাবে এই মুহূর্ত পর্যন্ত জানা যায়নি বা বলা ভাল কী ভাবে ছড়িয়েছে তার প্রমাণ মেলেনি। এমনিতে চিনের উহানের গবেষণাগারের কথা অনেকবারই প্রকাশ্যে এসেছে। এখন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই দাবি করছে, চিনের ইউহানের গবেষণাগার থেকেই খুব সম্ভবত কোভিড-১৯ ছড়িয়েছে। এমনটা জানিয়েছেন, এফবিআই ডিরেক্টর ক্রিস্টোফার রে। এই নিয়ে টুইট পর্যন্ত করেছে তারা।

শুধু উৎপত্তি নিয়ে নয়, চিন যে এই বিষয়টিকে শুরু থেকে ধাপাচাপা দেওয়ার চেষ্টা করে চলেছে তাও বলা হয়েছে এফবিআই-এর তরফে। ক্রিস্টোফার দাবি করেছেন, তাদের দেশ থেকেই যে ভাইরাস ছড়িয়েছে এবং গবেষণাগারই এর জন্য দায়ি, সে বিষয়টি আড়াল করার চেষ্টায় এখন রত চিন, যা দুর্ভাগ্যজনক। যে প্রাথমিক রিপোর্ট তারা পেয়েছেন তাতে স্পষ্ট যে, উহানের ওই ল্যাব থেকেই ওই ভাইরাস ছড়িয়ে পড়েছিল। তবে এফবিআই এও জানিয়েছে, তা দুর্ঘটনাক্রমে ঘটে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =