অবশেষে গ্রেপ্তার হাফিজ সৈয়দ, পাক জালে ২৬/‌১১-র মূল চক্রী

করাচি: ইঙ্গিত ছিল৷ এবার আন্তর্জাতিক চাপে পড়ে ২৬/১১-র মূল চক্রী ও জামাত-উদ-দাওয়া বা জেইউডি প্রধান হাফিজ সৈয়দকে গ্রেপ্তার করল পাকিস্তান পুলিশ৷ আজ, বুধবার পাঞ্চাব প্রদেশ থেকে আন্তর্জাতিক জঙ্গি তকমা পাওয়া হাফিজ সৈয়দকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর৷ লাহোর যাওয়ার পথে জেইউডি প্রধান হাফিজ সৈয়দকে গ্রেপ্তার করা হয়৷ ধৃত জঙ্গিকে জেল হেফাজতে পাঠানো হয়েছে৷ পাকিস্তানের জঙ্গিদমন

অবশেষে গ্রেপ্তার হাফিজ সৈয়দ, পাক জালে ২৬/‌১১-র মূল চক্রী

করাচি: ইঙ্গিত ছিল৷ এবার আন্তর্জাতিক চাপে পড়ে ২৬/‌১১-র মূল চক্রী ও জামাত-উদ-দাওয়া বা জেইউডি প্রধান হাফিজ সৈয়দকে গ্রেপ্তার করল পাকিস্তান পুলিশ৷ আজ, বুধবার পাঞ্চাব প্রদেশ থেকে আন্তর্জাতিক জঙ্গি তকমা পাওয়া হাফিজ সৈয়দকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর৷ লাহোর যাওয়ার পথে জেইউডি প্রধান হাফিজ সৈয়দকে গ্রেপ্তার করা হয়৷ ধৃত জঙ্গিকে জেল হেফাজতে পাঠানো হয়েছে৷

পাকিস্তানের জঙ্গিদমন দপ্তর ইতিমধ্যেই হাফিজ সহ মোট ১৩ জন জেইউডি নেতার বিরুদ্ধে ২৩টি এফআইআর রুজু করে৷ শুরু হয় অভিযান৷ আজ গোপন সূত্রে খবর পেয়ে হাফিজ সৈয়দকে গ্রেপ্তার করে স্থানীয় প্রশাসন৷ যদিও এর আগে হাফিজ সৈয়দকে জামাই আদরে রাখে পাক সরকার৷ বালাকোট হামলার পর অসুস্থ হাফিজ সৈয়দকে গোপন আস্তানা থেকে চিকিৎসার ব্যবস্থা করা হয়৷

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিভিন্ন শহরে সন্ত্রাসের জন্য অর্থ সাহায্যের অভিযোগ রয়েছে হাফিজ সৈয়দ সহ তার ১৩ জন অনুগামীর বিরুদ্ধে৷ পাঞ্জাব পুলিশের মুখপাত্র নিয়াব হায়দর নকভি জানিয়েছেন, হাফিজ সৈয়দকে গ্রেপ্তার করা হয়েছে৷ ধৃতের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷

লাহরোর জওহর শহরে নিজের বাড়িতেই ছিল হাফিজ৷ সেই খবর পাওয়ার পর হাফিজ সৈয়দকে গ্রেপ্তারির সবুজ সঙ্কেত পাওয়ার পর পাক পাঞ্জাব পুলিশ অভিযান চালায়৷ এই গ্রেপ্তারির ঘটনা আদতে ফিনানশিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএফর আওতায় অর্থের সাহায্যে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ খণ্ডন করে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের ভাবমূর্তি উজ্জ্বল করতে তত্‍পর ইমরান৷ তাই অবশেষে গ্রেপ্তারি বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 1 =