কলকাতা: বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফাই দেননি শেখ হাসিনা! শনিবার সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি জানালেন হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয়। সেই সঙ্গে তাঁর দাবি, নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তা সম্পূর্ণ অসাংবিধানিক। কারণ, সাংবিধানিক ভাবে এখনও শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী৷
হাসিনা সরকারের তথ্যপ্রযুক্তি উপদেষ্টা তথা হাসিনা-পুত্র জয় আমেরিকার বাসিন্দা। সেখান থেকেই ব্রিটিশ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর দাবি, ‘‘আমার মা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। তিনি সেই সময়ই পাননি। তাঁর পরিকল্পনা ছিল, জাতির উদ্দেশে ভাষণ দিয়ে পদত্যাগপত্র জমা দেবেন। কিন্তু তত ক্ষণে বিক্ষোভকারীরা স্রোতের মতো প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে এগোতে শুরু করে দিয়েছে। আমার মা নিজের ব্যাগটুকুও গোছানোর সময় পাননি৷ ফলে সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী।’’