করোনার থেকেও বিপজ্জনক পোলট্রি ভাইরাস! দাবি মার্কিন বিজ্ঞানীর

করোনার থেকেও বিপজ্জনক পোলট্রি ভাইরাস! দাবি মার্কিন বিজ্ঞানীর

ওয়াশিংটন:  পোলট্রিফার্ম থেকে ছড়িয়ে পড়তে পারে ভাইরাস। সেই ভাইরাস করোনার থেকেও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে মার্কিন এক বিজ্ঞানী দাবি করলেন। মার্কিন বিজ্ঞানী মাইকেল প্রেগার জানিয়েছেন, এইচ৫এন১ যদি মানুষের শরীরে প্রবেশ করতে পারে, তাহলে তা করোনার থেকে ভয়াবহ আকার ধারণ করতে পারে।

সম্প্রতি একটি মেডিক্যাল জার্নালে প্রেগার লিখেছেন, পোলট্রি ফার্মের অস্বাস্থ্যকর পরিবেশ থেকে এইচ৫এন১ ছড়িয়ে পড়তে পারে। করোনার থেকেও এই রোগের মৃত্যুর হার অনেক বেশি। তিনি জানিয়েছেন, এই রোগের মৃত্যুর হাক ৫০ শতাংশ। করোনার মতো এই রোগে যদি একসঙ্গে বহু মানুষ আক্রান্ত হয়ে পড়ে, তাহলে পরিস্থিতি করোনার থেকে ভয়াবহ হয়ে যাবে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, খামারগুলিতে খুব খারাপ পরিবেশে গাদাগাদি করে রাখা হয়৷ যার ফলে দ্রুত কোনও সংক্রামক রোগ ছড়িয়ে পড়তে পারে। ফলে পরিস্থিতি করোনার থেকেও ভয়াবহ হয়ে উঠতে পারে। তিনি মনে করছেন, এই সংক্রমণ ছড়িয়ে পরার জন্য কোনওভাবেই গবাদি পশুদের দোষ দেওয়া যাবে না। এই সংক্রমণ ছড়িয়ে পড়ার জন্য অস্বাস্থ্যকর পরিবেশ দায়ী থাকবে৷

তিনি মনে করছেন, এতদিন শূকর থেকে অনেক সংক্রমণ রোগ ছড়িয়ে পড়েছে। তবে পরিস্থিতি যে দিকে যাচ্ছে, সেখান থেকে ব্রয়লার মুরগি থেকেও এইচ৫এন১ ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। তিনি মনে করেন, করোনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। তিনি জানান, করোনা যেভাবে মহামারীর আকার ধারণ করেছে, ভবিষ্যতে এইচ৫এন১ ভাইরাস মহামারীর আকার ধারণ করতে পারে। যার ফলে পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠতে পারে। তাই মুরগি, শূকর ও অন্যান্য গবাদি পশু পালনের ধরন পালটাতে হবে। না হলে বিশ্বের সামবে বড় বিপদ।

আরও বিস্তারিত পড়ুন- https://www.plantbasednews.org/lifestyle/deadly-bird-flu-could-emerge-from-factory-farming

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + thirteen =