বিশ্বের সবচেয়ে সুখি দেশটি আসলে এক সুখী ক্যানভাস! ফিনল্যান্ড কেন বিশ্বের সবচেয়ে সুখী দেশ

বিশ্বের সবচেয়ে সুখি দেশটি আসলে এক সুখী ক্যানভাস! ফিনল্যান্ড কেন বিশ্বের সবচেয়ে সুখী দেশ

ফিনল্যান্ড:  কবিগুরু কবে লিখেছেন সুখেরই বসন্ত সুখে হোক সারা…আর যে দেশ শুধুই সুখে থাকতে জানে, সেই দেশে বসন্ত যেন রোজ নামে। স্বপ্নের ক্যানভাস যেন, দেশটার নাম ফিনল্যান্ড। বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। রাষ্ট্রসংঘ পরিচালিত এই বিশেষ সুখী দেশের সূচকে The world Happiness Report- এ প্রথম সুখী দেশ ফিনল্যান্ড। এই নিয়ে ছয়বার। ফিনল্যান্ডই বার বার কেন ফিরে ফিরে আসে সুখী ছবি নিয়ে? এমন কি রহস্য লুকিয়ে এই দেশে?

 
কেন সবচেয়ে সুখী ফিনল্যান্ড- রাষ্ট্রসংঘের হয়ে কাজ করা সংস্থা – সাস্টেনেবেল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক-এর তথ্য বলছে- একটি দেশেক সুখে থাকা বা সুখী হওয়া নির্ভর করে সে দেশের আর্থিক বৃদ্ধির হার, মানুষের গড় আয়ু, সামাজিক সহায়তা, কাজ করার স্বাধীনতা, দুর্নীতিমুক্ত হওয়ার মতো বিষয়গুলির উপর।ফিনল্যান্ড কি তাহলে এই সব বিষয়ে এগিয়ে। তথ্য বলছে, আর্থিক গতির খাতে ফিনল্যান্ড শক্তিশালী দেশগুলির সঙ্গে টেক্কা দিলেও, সে দেশের সুখী থাকার কারণ সেখানার নাগরিক। যারা নিজেদের পরিবেশবান্ধব করে রেখেছেন। সুখে থাকার চাবিকাঠি তাদেরই হাতে বলেই জানা যাচ্ছে। তার উপর ফিনল্যান্ডের অবাধ সুন্দর প্রকৃতি দেশকে আরও বেশি দ্য পারফেক্টে করে তুলেছে। তারপরেও বেশ কয়েকটি কারণে ফিনল্যান্ড সুখী-সূচকে  প্রথমে। যেমন-

•    ফিনল্যান্ডের কর্মসংস্থান-
সরকারি চাকরি খাতে অনেকটাই দুর্নীতিমুক্ত ফিনল্যান্ড। যে কারণে, নিয়োগ পরীক্ষায় থাকে না কোনওরকম বাধা

•    নিম্নমুখী অপরাধ সূচক-
ফিনল্যান্ড ২০১৬ সালেও যখন সবচেয়ে সুখী দেশ হিসেবে বিবেচিত হয় তখনও এই দেশের নিম্মমুখী অপরাধ তালিকা গুরুত্ব পায়। এবারও সেই বিষয়টিই গুরুত্ব পেল

•    পোক্ত অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা-
ফিনল্যান্ডে মধ্যবিত্তের সংখ্যা একেবারেই কম। উচ্চবিত্তরা সেখানে বিশেষ সুবিধা না পেলেও দরিদ্র সীমার নীচে থাকা নাগরিকরা বিনামূল্যে স্বাস্থ্য ও শিক্ষা পান। তাদের সরকারের তরফে বাসস্থান দেওয়া হয়। জানা যাচ্ছে, ফিনল্যান্ডে গৃহহীন প্রায় শূন্য। দেশের শিক্ষাব্যবস্থায় নেই জাতপাত বা সংরক্ষন। শিক্ষায় সমানাধিকার ফিনল্যান্ডের অন্যতম ইতিবাচক দিক।

বিশেষজ্ঞদের মত, বিশ্বের অন্তত ১৪০ টি দেশে দারিদ্র্য, বেকারত্ব, শিশুমৃত্যু, প্রসূতি মৃত্যু, অপুষ্টি বেড়ে চলেছে। যে তালিকায় রয়েছে বিশ্বের শক্তিশালী দেশগুলি। এই রিপোর্টে স্পষ্ট মহাশক্তিধর দেশ হলেই সুখী হওয়া যায় না। সুখের তালিকায় তাই প্রথমেই থাকছে-ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইত্জারল্যান্ড, সুইডেনের মতো কম জনসংখ্যার দেশগুলি। ফিনল্যান্ড সেখানে প্রস্ফুটিত ক্যানভাস।

 

 

ঘোষণা

এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের নিজস্ব। প্রযুক্তিগত সমস্যার কারণে এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের পাতায় নাও দেখা যেতে পারে৷ ফলে, সব খবরের জন্য অবশ্যই নজর রাখুন https://aajbikel.com/ -এই লিঙ্কে৷

আমাদের ফেসবুক পেজ – https://www.facebook.com/Aajbikal

আমাদের ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/@AajBikelNews

নজর রাখতে পারেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − fourteen =