নিজের আয়ে ৫৫ কোটির বাড়ি কিনল ৬ বছকেক এই খুদে

কোরিয়া : বয়স মাত্র ৬। এর মধ্যেই ছোট্ট মেয়েটি মালকিন কোটি কোটি টাকার৷ সিওল শহরের গ্যাংনাম এলাকায় সে কিনেছে একটি পাঁচ তলা বাড়ি৷ দাম ৮০ লক্ষ মার্কিন ডলার৷ ভারতীম মুদ্রায় প্রায় ৫৫ কোটি টাকা৷ দক্ষিণ কোরিয়ায় এই খুদের নাম আহ হোয়ে জিন৷ তবে এতো খোটো বয়সে কি করে এতো টাকার মালকিন হল সে? আহ হোয়ে

নিজের আয়ে ৫৫ কোটির বাড়ি কিনল ৬ বছকেক এই খুদে

কোরিয়া : বয়স মাত্র ৬। এর মধ্যেই ছোট্ট মেয়েটি মালকিন কোটি কোটি টাকার৷ সিওল শহরের গ্যাং‌নাম এলাকায় সে কিনেছে একটি পাঁচ তলা বাড়ি৷ দাম ৮০ লক্ষ মার্কিন ডলার৷ ভারতীম মুদ্রায় প্রায় ৫৫ কোটি টাকা৷ দক্ষিণ কোরিয়ায় এই খুদের নাম আহ হোয়ে জিন৷ তবে এতো খোটো বয়সে কি করে এতো টাকার মালকিন হল সে?

আহ হোয়ে জিন ইন্টারনেট দুনিয়ায় পরিচিত বোরাম নামে৷ দুটি ইউটিউব চ্যানেল আছে তার৷ সেখানে তার ফলোয়ার সংখ্যা ৩ কোটির৷ প্রথম চ্যানেলটিতে থাকে বিভিন্নরকম খেলনার বিশ্লেষণ৷ দ্বিতীয়টি বোরামের রোজকার জীবনের ঘটনা৷ প্রচুর ভিউস ও ফলোয়ার থাকার দরুণ প্রতি মাসে তার রোজগার ২১ কোটি টাকা৷ আর সেই রোজাগারের টাকা দিয়েই বাড়িটি কিনেছে ছোট্ট বোরাম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − eighteen =