জুতোয় হাই হিল বয়কট করে বিদ্রোহ মহিলদের

জাপান: হাই হিলের জুতো আর পরবেন না মহিলা৷ কর্মস্থলে হাই হিল পরে যাওয়ার নিয়ম উপেক্ষা করে বিদ্রোহ জাপানি মহিলাদের৷ ১৯ হাজার মহিলা কর্মচারী অঙ্গিকার করেছেন, তাঁরা আর হাই হিল পরবেন না৷ হাই হিল বিরোধী আন্দোলনের সামিল মহিলারা৷ জাপানে এই আন্দোলনের নাম কুটু৷ ঠিক মেয়ন মি টু হয়েছিল ভারতে৷ জাপানি ভাষায় কুতসু মানে জুতো৷ আন্দোনকারীদের দাবি,

জুতোয় হাই হিল বয়কট করে বিদ্রোহ মহিলদের

জাপান: হাই হিলের জুতো আর পরবেন না মহিলা৷ কর্মস্থলে হাই হিল পরে যাওয়ার নিয়ম উপেক্ষা করে বিদ্রোহ জাপানি মহিলাদের৷ ১৯ হাজার মহিলা কর্মচারী অঙ্গিকার করেছেন, তাঁরা আর হাই হিল পরবেন না৷ হাই হিল বিরোধী আন্দোলনের সামিল মহিলারা৷ জাপানে এই আন্দোলনের নাম কুটু৷ ঠিক মেয়ন মি টু হয়েছিল ভারতে৷  জাপানি ভাষায় কুতসু মানে জুতো৷

আন্দোনকারীদের দাবি, কাজের জন্য হাই হিলের জুতো বাধ্যামূলক করা যাবে না৷ মহিলারাও পুরুষদের মতো ফ্ল্যাট জুতো পরবেন৷ তাদের দাবি, হাই হিল মহিলাদের বিপদের কারণ৷ পড়ে গেলে পায়ের বড় ক্ষতি হতে পারে৷ শরীরেও ক্ষতি হয়৷ মেরুদন্ডেও তার প্রভাব পড়বে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 15 =