ইফতার পার্টি ঘিরে ধুন্ধুমার, ফের ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা পাকিস্তানের

নয়াদিল্লি: ফের ভারত-পাক সংঘাত৷ এবার, ইফতার পার্টিকে কেন্দ্র করে তলানিতে ঠেকল দুই দেশের সম্পর্ক৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় পাকিস্তানে ভারতীয় কমিশনের তরফে ইফতার পার্টির আয়োজন করা হয়৷ সেখানে আমন্ত্রিত ছিলেন দুই দেশের অতিথিরা৷ অভিযোগ, বেছে বেছে ভারতীয় অতিথিদের ওই পার্টি অংশ নিতে দেওয়া হয়নি৷ উল্টে করা হয়েছে হেনস্থা৷ পার্টিতে আমন্ত্রিত ভারতীয় অভ্যাগতদের হোটেল

ইফতার পার্টি ঘিরে ধুন্ধুমার, ফের ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা পাকিস্তানের

নয়াদিল্লি: ফের ভারত-পাক সংঘাত৷ এবার, ইফতার পার্টিকে কেন্দ্র করে তলানিতে ঠেকল দুই দেশের সম্পর্ক৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় পাকিস্তানে ভারতীয় কমিশনের তরফে ইফতার পার্টির আয়োজন করা হয়৷ সেখানে আমন্ত্রিত ছিলেন দুই দেশের অতিথিরা৷ অভিযোগ, বেছে বেছে ভারতীয় অতিথিদের ওই পার্টি অংশ নিতে দেওয়া হয়নি৷ উল্টে করা হয়েছে হেনস্থা৷ পার্টিতে আমন্ত্রিত ভারতীয় অভ্যাগতদের হোটেল থেকে তাড়িয়ে দেওয়া হয়৷ করা হয় নিগ্রহ৷ ভারতীয় অতিথিদের প্রকাশ্যে হেনস্থা করে ইসলামাবাদ পুলিশ৷ দেওয়া হয় হুমকি৷

শনিবার সন্ধ্যার এই ঘটনা জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ শুরু হয় তীব্র সমালোচনা৷ গোটা বিষয়টি প্রকাশ্যে আসার পর ভারতীয় অভ্যাগতদের নিঃশর্ত ক্ষমা চান ভারতীয় হাইকমিশনার অজয় বিসরিয়া৷ পরে তিনি জানান, এই ঘটনার মধ্য দিয়ে ভদ্রতার সীমা ছাড়িয়েছে পাকিস্তান৷ কূটনৈতিক আচরণের প্রাথমিক শর্তগুলিও ভেঙেছে পাকিস্তান৷ এই আচরণের প্রভাব এবার দ্বিপাক্ষিক সম্পর্কে পড়বে বলেও জানান তিনি৷ ভারতীয় হাইকমিশনারের তরফে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভ্যাগতদের কাছে ক্ষমা চেয়ে নিলেও পাক প্রশাসনের তরফে কোনও মন্তব্যই কারা হয়নি৷ কেন ভারতীয় অভ্যাগতদের তাড়িয়ে দেওয়া হল, কেন তাঁদের হেনস্থা করা হল, তা নিয়ে মুখে মুখে কুলুপ এঁটে পাক প্রশাসন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − seven =