কাশ্মীর ইস্যুতে চূড়ান্ত হুঁশিয়ারি ইমরানের, বিপাকে পড়বে ভারত?

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীর ইস্যুতে এবার ভারতকে চূড়ান্ত হুঁড়িয়ারি পাক প্রধানমন্ত্রী ইমরান খানের৷ আজ মঙ্গলবার পাক সংসদের যৌথ অধিবেশে তিন ঘণ্টা দেরিতে এসে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থান তুলে ধরার পাশাপাশি বিশ্ববাজারে ভারতের মুখোশ খুলে দেওয়ার হুমকি দেন ইমরান৷ কাশ্মীর ইস্যুর সঙ্গে বালাকোটের তুলোনা করেন তিনি৷ সংসদে ইমপান জানান, ‘‘ওরা আমাদের উপর হামলা করতে পারে৷ আমরাও

কাশ্মীর ইস্যুতে চূড়ান্ত হুঁশিয়ারি ইমরানের, বিপাকে পড়বে ভারত?

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীর ইস্যুতে এবার ভারতকে চূড়ান্ত হুঁড়িয়ারি পাক প্রধানমন্ত্রী ইমরান খানের৷ আজ মঙ্গলবার পাক সংসদের যৌথ অধিবেশে তিন ঘণ্টা দেরিতে এসে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থান তুলে ধরার পাশাপাশি বিশ্ববাজারে ভারতের মুখোশ খুলে দেওয়ার হুমকি দেন ইমরান৷ কাশ্মীর ইস্যুর সঙ্গে বালাকোটের তুলোনা করেন তিনি৷

সংসদে ইমপান জানান, ‘‘ওরা আমাদের উপর হামলা করতে পারে৷ আমরাও জবাব দিতে পারি৷ যুদ্ধ হলে ফলাফল কী হবে, সে বিষয়ে আমি যাচ্ছি না৷ তবে, যুদ্ধের পর ফলাফল ভয়ংকর হতে পারে৷ আমরা এখনও চাই, সমস্যা সমাধান হোক আলোচনায়৷ ভারত  কাশ্মীর সমস্যাকে বালাকোটের মতো পাকিস্তানের উপর চাপানো চেষ্টা করছে৷ আজ কাশ্মীরের সমস্যা গোটা বিশ্ব দেখছে৷ কাশ্মীরে যা হচ্ছে, গোটা মুসলিম সমাজের অপমান৷ আমরা কাশ্মীরের পাশেই বঞ্চিত মানুষের পাশে আছি৷ ভারতের এই সিদ্ধান্ত কাশ্মীরদের বাসিন্দাদের উৎক্ষাত করবে৷ তবে, আমরা এই নিয়ে থেমে থাকছি না৷ গোটা বিষয়টি আমরা আমেরিকার সঙ্গে কথা বলব৷ প্রয়োজনে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে অভিযোগ জানাব৷ আন্তর্জিত মহলে কাশ্মীর সমস্যা তুলে ধরব৷ সেই ভারতের মুখোশ খুলে দেব৷’’

বিজেপি সরকারকে আক্রমণ করে ইমরান বলেন, ‘‘যারা গান্ধীকে হত্যা করেছিল, সেই দল আজ ভারতবর্ষের গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে। ওরা নিজেরাই নিজেদের দেশকে নষ্ট করছে৷ গণতন্ত্রকে নষ্ট করছে। আমরা বিষয়টি ইউনাইটেড কাউন্সেলিংয়ে বিষয়টি নিয়ে যাব৷ নিরাপত্তা পরিষদের আমরা তুলবো৷ কাশ্মীরে যে সমস্যা দেখা দিয়েছে, সেটা এখন গোটা পৃথিবীর সমস্যা৷ কাশ্মীরের মানুষের সঙ্গে অন্যায় করেছে বিজেপি সরকার। আর আমাদের উপর দোষ চাপানো হচ্ছে।’’

আরও পড়ুন: কাশ্মীর ইস্যুতে মোদিকে বার্তা মার্কিন মুখপাত্রের

সাত দশকের চুক্তি রাতারাতি খারিজ করে কাশ্মীর ইস্যুতে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার৷ অবশেষে বাতিল জম্মু ও কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদা৷ অকেজো ৩৭০ ধারা৷ জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ ধারা ৩৭০ তুলে দেওয়ার মধ্য দিয়ে পাক অধিকৃত কাশ্মীরও ভারতের অন্তর্ভূক্ত বলে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর৷ অমিত শাহের এই মন্তব্যের পরই পাক সংসদের বিশেষ অধিবেশনের ডাক ইমরান প্রশাসনের৷ মঙ্গলবার অধিবেশ শুরু হতেই কাশ্মীর ইস্যুতে উত্তাল পাক সাংসদ৷ সংসদ শুরুতেই প্রধানমন্ত্রীর হাজির না থাকায় সাংসদের মধ্যে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ৷

আরও পড়ুন: ‘কাশ্মীর ইস্যুতে বিজেপিকে সুযোগ করে দিচ্ছে তৃণমূল’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে পাক অধিকৃত কাশ্মীর উঠে আসতেই জরুরি পরিস্থিতিতে আলোচনায় ডাক দেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি ও প্রধানমন্ত্রী ইমরান৷ অধিবেশ শুরু হতেই কাশ্মীর নিয়ে ভারতের পদক্ষেপ নিয়ে পাক সংসদের দুই কক্ষে ন্যাশনাল অ্যাসেম্বলি ও সিনেটের নিন্দার ঝড় ওঠে৷ তবে, ভারতের প্রস্তাব নিয়ে যতটা না বিতর্ক ওঠে, তার থেকে বেশি নিন্দার ঝড় ওঠে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে৷ প্রধানমন্ত্রী নিজে এই বৈঠক ডাকলেও সভার শুরুতে ইমরানের উপস্থিতি না দেখে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্যরা৷ পরে, বিকালে সংসদে এসে ভাষণ দেন ইমরান৷

আরও পড়ুন: ভূস্বর্গ থেকে রিপোর্ট পাঠালেন ডোভাল, কী জানালেন মোদির সেনাপতি?

যুদ্ধের দামামা বাজাল পাকিস্তান৷ সীমান্তে সেনা বাড়াচ্ছে পাকিস্তান৷ নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা ক্যাম্পে শক্তি বাড়াচ্ছে পাকিস্তান৷ জারি হয়েছে লাল সতর্কতা৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, বালাকোট হামলা পরিববর্তী সময়ে ঠিক যে ভাবে পাক সীমান্তে শক্তি বাড়িয়েছিল পাকিস্তান, ঠিক তেমনই ভাবে এবারও সীমান্ত উত্তেজনা বাড়িয়ে তুলেছে পাক সেনা৷ কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যদা তুুলে নেওয়ার আগে ভারতের তরফে ইতিমধ্যেই ৬৭ হাজার সেনা মোতায়েন করা হয়েছে৷ চলছে কার্ফু৷ জঙ্গিদের সন্ধানে চলেছে সেনা অভিযান৷

আরও পড়ুন: কাশ্মীর ইস্যুতে ‘নীরবতা’ ভাঙলেন মমতা, কী বললেন মুখ্যমন্ত্রী?

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে পাক অধিকৃত কাশ্মীর উঠে আসতেই জরুরি পরিস্থিতিতে আলোচনায় ডাক দেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি ও প্রধানমন্ত্রী ইমরান৷ অধিবেশ শুরু হতেই কাশ্মীর নিয়ে ভারতের পদক্ষেপ নিয়ে পাক সংসদের দুই কক্ষে ন্যাশনাল অ্যাসেম্বলি ও সিনেটের নিন্দার ঝড় ওঠে৷ তবে, ভারতের প্রস্তাব নিয়ে যতটা না বিতর্ক ওঠে, তার থেকে বেশি নিন্দার ঝড় ওঠে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে৷ প্রধানমন্ত্রী নিজে এই বৈঠক ডাকলেও শেষ মুহূর্তে ইমরানের উপস্থিতি না দেখে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্যরা৷

আরও পড়ুন: জম্মু-কাশ্মীর ইস্যুতে কী অবস্থান তৃণমূলের? কতটা আক্রমণাত্মক ঘাস-ফুল শিবির?

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর পাক জঙ্গিরা ভারতে হামলা চালাতে পারে, কাশ্মীরে অনুপ্রবেশকারীরাও  ঢুকতে পারে, এই আশঙ্কায় ইতিমধ্যেই আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ এই প্রসঙ্গে নর্দার্ন কমান্ডের জিওসি ইন সি লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় লাগাতার সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করছে পাকিস্তান৷ পাক সেনা যদি এধরনের ধ্বংসাত্মক কাজ চালিয়ে যেতে থাকে, তাহলে ভারতও যথাযথ প্রত্যুত্তর দেবে৷

আরও পড়ুন: পাক অধিকৃত কাশ্মীর বিতর্কে বড় ঘোষণা অমিত শাহের, বিপাকে পাকিস্তান

সোমবার জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ভূস্বর্গ৷ উত্তপ্ত এই পরিস্থিতি কাজে লাগিয়ে পাকিস্তান যাতে সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ না করতে পারে ও অনুপ্রবেশকারীদের আটকানো যায়, বা নাশকতামূলক কার্যকলাপ না ঘটে তা নিশ্চিত করতে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল৷ কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলেও খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − two =