বিদেশে রাজনৈতিক আশ্রয় খুঁজতে হন্যে হয়ে ঘুরছেন ভারতীয়রা: রাষ্ট্রসংঘ

নয়াদিল্লি: স্বদেশে নিরাপত্তা না পেয়ে বিদেশে রাজনৈতিক আশ্রয়৷ এমন ভারতীয়ের সংখ্যা গত ১০ বছরে ৯৯৬.৩৩ শতাংশ বেড়ে গিয়েছে বলে রিপোর্ট পেশ করল রাষ্ট্রসংঘ৷ উদ্বাস্তু বিভাগের তথ্য বলছে, ২০০৯ সালে মাত্র ৪৭২২ জন ভারতীয় ভিনদেশে আশ্রয় চেয়েছিলেন নিরাপত্তার কারণে৷ ২০১৮ সালে ৫১ হাজার ৭৬৯ দজন ভারতীয় বিদেশে আশ্রয় নেন৷ গত ১০ বছরে রাজনৈতিক আশ্রয়ের জন্য ৯০

বিদেশে রাজনৈতিক আশ্রয় খুঁজতে হন্যে হয়ে ঘুরছেন ভারতীয়রা: রাষ্ট্রসংঘ

নয়াদিল্লি: স্বদেশে নিরাপত্তা না পেয়ে বিদেশে রাজনৈতিক আশ্রয়৷ এমন ভারতীয়ের সংখ্যা গত ১০ বছরে ৯৯৬.৩৩ শতাংশ বেড়ে গিয়েছে বলে রিপোর্ট পেশ করল রাষ্ট্রসংঘ৷ উদ্বাস্তু বিভাগের তথ্য বলছে, ২০০৯ সালে মাত্র ৪৭২২ জন ভারতীয় ভিনদেশে আশ্রয় চেয়েছিলেন নিরাপত্তার কারণে৷ ২০১৮ সালে ৫১ হাজার ৭৬৯ দজন ভারতীয় বিদেশে আশ্রয় নেন৷

গত ১০ বছরে রাজনৈতিক আশ্রয়ের জন্য ৯০ শতাংশ ভারতীয় আমেরিকা ও কানাডা সরকারের কাছে আবেদন করেন৷ ২০১৮ সালে সেই সংখ্যাটা অন্তত ২৮হাজা ৪৮৯ জন৷ কানাডায় ৫ হাজার ৫২২ জন৷ এর পর রয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে অস্ট্রেলিয়া, ব্রিটেন থেকে দক্ষিণ কোরিয়া ও জার্মানিতে৷ এছাড়াও বিশ্নের ৫৭টি দেশে আশ্রয় চেয়েছেন ভারতীয়েরা৷ রাজনৈতিক আশ্রয়ের জন্য ২০১৮ সালে মোট ৩৫ লক্ষ মানুষ নানা দেশে আবেদন করেছেন, তাঁদের মাত্র .৩৪ শতাংশ ভারতে আসতে চলেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + twelve =