৮ বছরের মধ্যেই বিশ্বকে টেক্কা দেবে ভারতের জনসংখ্যা: রাষ্ট্রসংঘ

নয়াদিল্লি : আগামী ৮ বছরের মধ্যেই বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চিনকে ছাবিয়ে যাবে ভারত৷ আশঙ্কা রাষ্ট্রসংঘের৷ গোটা বিশ্বে এখন ৭৭০ কোটি জনসংখ্যার রয়েছে৷ আগামী ৩০ বছরের মধ্যে আরও ২০০ কোটি যোগ হবে৷ ২০৫০ সালের মধ্যে মোট জনসংখ্যা ৯৭০ কোটিতে পৌঁছবে৷ সোমবার রাষ্ট্রসংঘ প্রকাশিত রিপোর্টে এমনই তথ্য জানানো হয়েছে৷ রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক দপ্তরের

৮ বছরের মধ্যেই বিশ্বকে টেক্কা দেবে ভারতের জনসংখ্যা: রাষ্ট্রসংঘ

নয়াদিল্লি : আগামী ৮ বছরের মধ্যেই বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চিনকে ছাবিয়ে যাবে ভারত৷ আশঙ্কা রাষ্ট্রসংঘের৷ গোটা বিশ্বে এখন ৭৭০ কোটি জনসংখ্যার রয়েছে৷ আগামী ৩০ বছরের মধ্যে আরও ২০০ কোটি যোগ হবে৷ ২০৫০ সালের মধ্যে মোট জনসংখ্যা ৯৭০ কোটিতে পৌঁছবে৷ সোমবার রাষ্ট্রসংঘ প্রকাশিত রিপোর্টে এমনই তথ্য জানানো হয়েছে৷

রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক দপ্তরের জনসংখ্যা বিভাগ থেকে প্রকাশিত প্রতিবেদনে  বিস্তারিত রিপোর্ট তুলে ধরা হয়েছে৷ ওই গবেষণা রিপোর্টে বলা হয়েছে, এই শতকের শেষের দিকে বিশ্বের জনসংখ্যা সর্বোচ্চ রোকর্ড গড়বে৷ প্রায় ১১০০০ কোটিতে তা পৌঁছে যাবে৷ রিপোর্টে আরও হয়েছে, ২০৫০ সালের মধ্যে পৃথিবীর জনসংখ্যার যে বৃদ্ধি হবে তার অর্ধেকের বেশি হবে ৯টি দেশে৷ ভারত রয়েছে সেই তালিকার শীর্ষে৷ রয়েছে নাইজেরিয়া৷ পাকিস্তান থেকে শুরু করে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো থেকে ইথিওপিয়া ও তাঞ্জানিয়ার নাম রয়েছে৷ ২০৫০ সাল নাগাদ দ্বিগুণ হবে জনসংখ্যা৷ ১৯৫০ থেকে ২০১৮ সালের মধ্যে তৈরি করা ১ হাজার ৬৯০টি জাতীয় লোকগণনার ফলাফল দেখে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে রাষ্ট্রসংঘ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 7 =