দাউদের নাগাল পেতে পাকিস্তানের ঘুম ছোটানোর কৌশল ভারতের

নয়াদিল্লি: হাফিজ সইদের গ্রেপ্তারের পর এবার ভারতের নজরে দাউদ ইব্রাহিম৷ দাউদকে নিয়ে পাকিস্তানের উপর চাপ বাড়াতে নয়া কৌশল ভারতের৷ শুক্রবার রাতে দাউদ ইব্রাহিম ভাই ইকবাল কাসকরের পুত্র রিজওয়ান কাসকরকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ৷ মুম্বইয়ে একাধিক প্রোমোটার ও ব্যবসায়ীকে ভয় দেখিয়ে টাকা আদায় চক্রের পাণ্ডা রিজওয়ান৷ জানা গিয়েছে, রিজওয়ান মুম্বই বিমানবন্দর হয়ে দুবাই পালাচ্ছিল৷ সেই সময়ই

দাউদের নাগাল পেতে পাকিস্তানের ঘুম ছোটানোর কৌশল ভারতের

নয়াদিল্লি: হাফিজ সইদের গ্রেপ্তারের পর এবার ভারতের নজরে  দাউদ ইব্রাহিম৷ দাউদকে নিয়ে পাকিস্তানের উপর চাপ বাড়াতে নয়া কৌশল ভারতের৷ শুক্রবার রাতে দাউদ ইব্রাহিম ভাই ইকবাল কাসকরের পুত্র রিজওয়ান কাসকরকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশ৷

মুম্বইয়ে একাধিক প্রোমোটার ও ব্যবসায়ীকে ভয় দেখিয়ে টাকা আদায় চক্রের পাণ্ডা রিজওয়ান৷ জানা গিয়েছে, রিজওয়ান মুম্বই বিমানবন্দর হয়ে দুবাই পালাচ্ছিল৷ সেই সময়ই তাকে ওই এয়ারপোর্টেই পাকড়াও করা হয়৷ দাউদের ভাই ইকবাল কাসকর কয়েক বছর আগে দুবাই থেকে চলে আসে মুম্বই৷তখনও দাউদের বোন হাসিনা পার্কার বেঁচে এবং পাকমোড়িয়া স্ট্রিটের গর্ডন হল বিল্ডিংয়ে ইকবাল ও হাসিনা থাকত৷ দেড় বছরের মধ্যে হাসিনার মৃত্যু হয় হৃদরোগে৷ আর তারপরই মুম্বইয়ের পওয়াই এলাকার এক প্রোমোটারের অভিযোগ পেয়ে পুলিশ দাউদের ভাই ইকবালকে গ্রেপ্তার করে৷

এভাবেই দাউদের উপর ক্রমাগত চাপ বাড়াচ্ছে ভারত। একইভাবে চাপ বাড়ছে পাকিস্তানের উপরও৷ আগামী সপ্তাহেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আমেরিকা সফরে যাবেন৷ প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই প্রথম মার্কিন সফর৷ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই প্রথম হবে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ইমরান৷ সেই সফরের আগেই পাকিস্তান গ্রেপ্তার করেছে হাফিজ সইদকে৷ আন্তর্জাতিক ভাবে পাকিস্তান যথেষ্ট চাপে পড়েই এই সিদ্ধান্ত নিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =